ড. জেকিল অ্যান্ড মিস্টার হাইড (২০০২-এর চলচ্চিত্র)

ড. জেকিল অ্যান্ড মিস্টার হাইড হলো মরিস ফিলিপস পরিচালিত এবং জন হান্নাহ্ অভিনীত রবার্ট লুই স্টিভেনসনের স্ট্রেঞ্জ কেস অব ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড উপন্যাস অবলম্বনে নির্মিত একটি ব্রিটিশ চলচ্চিত্র। চলচ্চিত্রটি ভিক্টোরীয় যুগের ইংল্যান্ডের পটভূমিতে নির্মাণ করা হয়েছে। এটি ২০০২ সালে চিত্রায়িত হয়েছিল এবং ঐ বছরই ব্রিটেনে প্রকাশ হয়েছিল।

ড. জেকিল অ্যান্ড মিস্টার হাইড
পরিচালকমরিস ফিলিপ
প্রযোজকজন হান্নাহ্
রচয়িতামার্টিন হেসফোর্ড
উৎসরবার্ট লুইস স্টিভেনসন কর্তৃক 
স্ট্রেঞ্জ কেস অব ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড
শ্রেষ্ঠাংশে
  • জন হান্নাহ্
  • ডেভিড ওয়ার্নার
  • গার্নাড হোরান
  • কেলি শার্লি
সুরকারডেভিড ফারগুসন
সম্পাদকনিক ম্যাকফি
পরিবেশকইউনিভার্সাল পিকচার্স
মুক্তি২০০২ (যুক্তরাজ্য)
  • ১৮ অক্টোবর ২০০৩ (2003-10-18)
(যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১২০ মিনিট[১]
৯৬ মিনিট (স্বল্পদৈর্ঘ্য ছায়াছবি)
দেশযুক্তরাজ্য
ভাষাইংরেজি
নির্মাণব্যয়£৭৫০,০০০ (প্রায়)

কাহিনি সম্পাদনা

চলচ্চিত্রে ড. হেনরি জেকিল নিজের উপর সিরাম নিয়ে পরীক্ষা করেছেন। ফলস্বরূপ তিনি নিজেকে একজন দুষ্ট চরিত্রে রূপান্তরিত করেন যে নিজেকে এডওয়ার্ড হাইড বলে পরিচয় দেয়। জেকিলের অজান্তেই তার মাঝে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার নামক একাধিক ব্যক্তিত্বের ব্যাধি বিকাশ হয়। এক সময় সে কিছু মহিলাকে হত্যা করে। এতে তার জেকিল চরিত্র সচেতন হয় নিজেকে পুলিশে সোপর্দ করতে চান। কিন্তু তার হাইড চরিত্র এতে হস্তক্ষেপ করে এবং নিজেকে বুঝায় যে, জেকিলকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলে হাইডও মারা যাবে। জেকিল তখন আত্মহত্যা করে।

নির্মাণ সম্পাদনা

ছবিটি জন হান্নাহ্ তাঁর ক্লারকেনওয়েল ফিল্মস নামক সংস্থার জন্য প্রযোজনা করেছিলেন।[২] এটি ২০০২ সালে লিথুয়ানিয়ায় চিত্রায়িত হয়েছিল এবং একাধিক স্কটিশ অভিনেতা ছবিটিতে অভিনয় করেছিলেন। মূলত টেলিভিশনের জন্য নির্মিত হলেও, চলচ্চিত্রটির ডিভিডি সংস্করণ ২০০৪ সালে বাজারে আসে।[৩]

চরিত্রাবলি সম্পাদনা

  • হেনরি জেকিল এবং এডওয়ার্ড হাইডের চরিত্রে জন হান্না
  • স্যার ড্যানভার্স কেয়ারিউ হিসাবে ডেভিড ওয়ার্নার
  • জন আটারসনের চরিত্রে জেরার্ড হোরান
  • মাবেল মার্সার চরিত্রে কেলি শর্লি
  • নেড চ্যান্ডলারের চরিত্রে জ্যাক ব্লুমেনা
  • পুলের ভূমিকায় ব্রায়ান পেটিফার
  • মিসেস রবি চরিত্রে জেনেট হেনফ্রে
  • ফ্লোরি ব্র্যাডলে চরিত্রে এলি হ্যাডিংটন
  • মেল মার্টিন রাহেল কেরিউ চরিত্রে
  • ফাদার পিটারের চরিত্রে জন রোগান
  • সারা কেরিউর চরিত্রে এলোডি কেন্ডল
  • আর্থার ল্যানিয়ন চরিত্রে ইফান মেরেডিথ
  • মাবেলের মা হিসাবে টিলি ভসবার্গ
  • জনসনের ভূমিকায় জেমস স্যাকসন
  • ড. ব্রাউন হিসাবে ক্রিস্টোফার গুড
  • বয় উইথ নোট হিসাবে মারিয়াস জাম্পলস্কিস
  • ব্রাউজড মহিলা হিসাবে লিনা বুদজেইকাইট

মন্তব্য সম্পাদনা

  1. JEKYLL AND HYDE clerkenwellfilms.com এ ২০০২ সালের ২০ জুন মুক্তি পায়
  2. Richard Pine, Minor Mythologies as Popular Literature: A Student's Guide to Texts and Films (Cambridge Scholars Publishing, 2018), p. 329
  3. Jonathan Rigby, English Gothic: A Century of Horror Cinema (2004), p. 309

বহিঃসংযোগ সম্পাদনা