ডা. জন ওয়াটসন
শার্লক হোমস গল্পের একটি নিয়মিত চরিত্র
(ড. জন ওয়াটসন থেকে পুনর্নির্দেশিত)
জন ওয়াটনসন (ইংরেজি:John H. Watson, ডাক্তার ওয়াটসন নামেই পরিচিত) শার্লক হোমস গল্পের একটি নিয়মিত চরিত্র। ওয়াটসন গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বন্ধু, সহযোগী এবং কখনও কখনও একই বাসায় থেকেছেন তারা। তার কণ্ঠেই প্রথম পুরুষ ঢংয়ে শার্লক হোমস গল্প, উপন্যাস লেখা হয়।[১]
জন ওয়াটনসন (পুরোনাম: John H. Watson) | |
---|---|
শার্লক হোমস চরিত্র | |
প্রথম উপস্থিতি | অ্যা স্টাডি ইন স্কারলেট |
শেষ উপস্থিতি | "হিজ লাস্ট বাউ(গল্প)" |
স্রষ্টা | স্যার আর্থার কোনান ডয়েল |
লিঙ্গ | পুরুষ |
পদবি | ডাক্তার |
পেশা | চিকিৎসক |
দাম্পত্য সঙ্গী | ম্যারি মর্স্টান |
জাতীয়তা | ব্রিটিশ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ The Hound of the Baskervilles/Chapter 10 Wikisource. Retrieved on 23 August 2011