ড্র্যাক ম্যাভরিক

ব্রিটিশ পেশাদার কুস্তিগীর

জেমস মাইকেল কার্টিন (জন্ম ৩০ জানুয়ারি ১৯৮৩) একজন ব্রিটিশ পেশাদার কুস্তিগির যিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউই এর সাথে যুক্ত আছেন, যেখানে তিনি ক্রুসওয়েট ব্র‍্যান্ড ২০৫ লাইভ এর হয়ে ড্র্যাক ম্যাভরিক নামে কুস্তি লড়েন। ডাব্লিউডাব্লিউইতে তিনি২০৫ লাইভ এর অন স্ক্রিন জেনারেল ম্যানেজার এবং এওপি এর জেনারেল ম্যানেজার সোমবারের রাতের র এ।[]

ড্র্যাক ম্যাভরিক
এপ্রিল ২০১৪ সালে ম্যাভরিক
জন্ম নামজেমস মাইকেল কার্টিন
জন্ম (1983-01-30) ৩০ জানুয়ারি ১৯৮৩ (বয়স ৪১)
বার্মিঙ্গহাম, ওয়েস্ট মিডল্যান্ডস, ইংল্যান্ড
দাম্পত্য সঙ্গীরেনে মিসেল (বি. ২০১৯)
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামড্র্যাক ম্যাভরিক
রকস্টার স্পাড
স্পাড
কথিত উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি
কথিত ওজন১২৬ পাউন্ড
প্রশিক্ষকডন চার্লস
জ্যাক স্ট্রম
অভিষেক২০০১

তিনি প্রথম দিকে প্রো-রেসলিং এ রকস্টার স্পাড নামে কুস্তি লড়তেন,যেখানে তিনি কিছু খেতাব জিতেছেন যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল প্রো রেসলিং: ইউনাইটেড কিংডম, ওয়ান প্রো রেসলিং, রেবুলেশন প্রো রেসলিংএক্সডাব্লিউএ রেসলিং। ২০১২ সালে তিনি টিএনএতে যোগ দেন।

অক্টোবর ২০১৭ তে তিনি টিএনএ ছেড়ে দিয়ে ডাব্লিউডাব্লিউইতে যোগ দেন। তাকে ২০৫লাইভ এর অনস্ক্রিন ম্যানেজার ভানানো হয়। ২০১৯ সালে তিনি ২৪/৭ চ্যাম্পিয়নশিপ জেতেন চারবার এবং সবথেকে বেশি ১৪ দিন চ্যাম্পিয়নশিপ ধরে রাখেন এক বারেই।

পেশাদারি কুস্তি জীবন

সম্পাদনা

জাতীয় স্বতন্ত্র ক্ষেত্র (২০০১-২০১৪)

সম্পাদনা

জেমস মাইকেল কার্টিন[] ৩০ জানুআরি ১৯৮৩ সালে বার্মিংহাম শহরে জন্মগ্রহণ করেন।[] তিনি জ্যাক স্ট্রম এবং ক্রিস গালভার্ট এর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।[] তিনি স্পাড নামে স্বতন্ত্র ক্ষেত্রে কুস্তি লড়তেন,ইউরোপ এবং আমেরিকায়।[] তিনি স্পাড নামে তার বড় সাফল্য পান রেবুলেশন ব্রিটিশ রেসলিং এ ২০০৩ সালে।[] ৩০ শে আগস্ট ২০০৩ এ স্পাড জ্যাক হাজার্ডকে হারায় আরবিডাব্লিউ এ এবং তিনি আরবিডাব্লিউ ব্রিটিশ ওয়েল্টারওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন।[]

স্পাড ২০০৪ সালে ফ্রন্টিয়ার রেসলিং এলায়েন্স এ কাজ করা শুরু করেন, এবং ভিবিন্ন বড় রেসলারের বিপক্ষে রেসলিং করা শুরু করেন।[]

 
২০১০ সালে আইপিডাব্লিউ রেসলিং এ স্পাড

স্পাড নিয়মিত ইন্টারন্যাশনাল রেসলিং এর জন্য কুস্তি লড়তে থাকেন।[] যেখানে তিনি জ্যাক স্ট্রম এর সাথে শত্রুতা করে বসেন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Powell, Jason। "WWE 205 Live general manager and WWE Cruiserweight Championship update"Pro Wrestling Dot Net। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮ 
  2. Johnson, Mike (১২ ডিসেম্বর ২০১৭)। "Spoiler on planned WWE debut for international star"Pro Wrestling Insider। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭ 
  3. "Spud"। Online World of Wrestling। ২৭ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।