ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
এই নিবন্ধটিতে স্বপ্রকাশিত উৎসের অনুপযুক্ত তথ্যসূত্র থাকতে পারে। (ফেব্রুয়ারি ২০২০) |
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি বেসরকারী পর্যায়ের উচ্চ শিক্ষা দানকারী প্রতিষ্ঠান।[২] প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৯২ (২) অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় ২০০২ সালের ২৪ জানুয়ারি এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির।[৩] এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের আরো ৪টি বিশ্ববিদ্যালয়সহ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিসের সদস্য।[৪]
![]() | |
নীতিবাক্য | একটি উচ্চতর শিক্ষার ভিত্তির প্রতিস্রুতি |
---|---|
ধরন | বেসরকারী বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০০২ |
চেয়ারম্যান | মো. সবুর খান |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | প্রফেসর এম. লুৎফর রহমান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪৫০[১] |
শিক্ষার্থী | ২১৭৫২[১] |
ঠিকানা | ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ। , , ২৩°৫২′৫৪″ উত্তর ৯০°১৯′০৯″ পূর্ব / ২৩.৮৮১৭৬৩২° উত্তর ৯০.৩১৯১২৬৮° পূর্ব |
শিক্ষাঙ্গন | ১৫০ একর |
সংক্ষিপ্ত নাম | ডিআইইউ (DIU) |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www |
![]() |
ইতিহাসসম্পাদনা
বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।[৫]
ক্যাম্পাসসম্পাদনা
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে দেশের সবচেয়ে বড় বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এর মধ্যে রয়েছে সমস্ত একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ক্রিকেট ও ফুটবল মাঠ, পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য পৃথক হোস্টেলস, শিক্ষকদের স্টুডিও অ্যাপার্টমেন্টস, গলফ কোর্স, নিজস্ব ট্রান্সপোর্ট টার্মিনাল, বাস্কেটবল কোর্ট, ফুড কোর্ট, রেস্টুরেন্ট, জিমনেসিয়াম, উদ্যান, শপিং মল, সুইমিং পুল, মসজিদ ও অডিটোরিয়াম।
অনুষদ ও বিভাগসমূহসম্পাদনা
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫ টি অনুষদ এর অধিনে ২৪ টি বিভাগ রয়েছে।[৬]
- সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অনুষদ
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
- মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগ
- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ
- ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ
- কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ
- এনভারমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ
- জেনারাল এডুকেশনাল ডেভেলপমেন্ট বিভাগ
- বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অনুষদ
- বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ
- বিজনেস স্টাডিজ বিভাগ
- রিয়েল এস্টেট বিভাগ
- ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ
- ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিভাগ
- ইঞ্জিনিয়ারিং অনুষদ
- ইনফোরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আই,সি,ই)
- ইলেক্ট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
- আর্কিটেকচার বিভাগ
- সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- এলাইড হেলথ সায়েন্স অনুষদ
- ফার্মেসী বিভাগ
- নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ
- পাবলিক হেলথ বিভাগ
- লাইফ সায়েন্স বিভাগ (বর্তমানে নাই)
- জেনেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ (বর্তমানে নাই)
- হিউমেনেটিস অ্যান্ড সোস্যাল সায়েন্স অনুষদ
- ইংরেজি বিভাগ
- আইন বিভাগ
- সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগ
- ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ
সংগঠনসমূহসম্পাদনা
শিক্ষার্থীদের নানাবিধ প্রতিভা বিকাশ এবং চর্চার জন্যে রয়েছে একাধিক সংগঠন।
- ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাইক্লিস্টস
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কমিউনিকেশন ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ককশিট ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস এন্ড এডুকেশন ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার এন্ড প্রোগ্রামিং ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিয়েটিভ পার্ক ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভলান্টারি সার্ভিস ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইংলিশ লিটারেরি ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব
- ড্যাফোডিল মুট কোর্ট সোসাইটি
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাচার স্টাডি ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিয়েল এস্টেট এসোসিয়েশন
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এন্ট্রেপ্রেনারশিপ ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশন
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মাসিয়া ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হেলথ ক্লাব
- স্যোশাল বিজনেস স্টুডেন্ট ফোরাম
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিএনসিসি
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব
উল্লেখযোগ্য স্থান ও স্থাপনাসম্পাদনা
নাম | কার্যক্রম | অবস্থান | ছবি |
---|---|---|---|
একাডেমিক বিল্ডিং-১ (এবি-১) | প্রাতিষ্ঠানিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয় | এবি-২ (সিভিল বিল্ডিং) ও বনমায়ার মাঝে | |
একাডেমিক বিল্ডিং-২ (সিভিল বিল্ডিং) | প্রাতিষ্ঠানিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয় | এবি-৩ ও এবি-১ এর মাঝে | |
একাডেমিক বিল্ডিং-৩ (এবি-৩) | ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গার্লস হোস্টেলের
অতিরিক্ত ভবন হিসেবে ব্যবহৃত হয় |
এবি-২ (সিভিল বিল্ডিং) এর দক্ষিণ পাশে | |
একাডেমিক বিল্ডিং-৪ (এবি-৪) | প্রাতিষ্ঠানিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয় | এবি-১ এর ঠিক পশ্চিমে | |
গ্রিন গার্ডেন | চা, সিঙ্গারা, সমুচা ও এ জাতীয় খাদ্য মূল্য বিনিময়ে খেতে হয় | এবি-৩'র পশ্চিমে | |
এডমিশন অফিস | ভর্তি তথ্য প্রদান ও ভর্তি কর্মকাণ্ড পরিচালিত হয় | ক্যাম্পাসের মূল ফটকে | |
স্বাধীনতা সম্মেলন কেন্দ্র | নানাবিধ অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হয় | বনমায়ার পশ্চিমে ক্যাম্পাসের ঠিক মাঝামাঝি দক্ষিণে | |
বনমায়া | ছাত্র ও শিক্ষক কেন্দ্র | এবি-১ এর উত্তর পাশে | |
পাইথন স্ট্রিট | এবি-২ থেকে এবি-৩ তে যাবার বৃক্ষ সমৃদ্ধ পথ | এবি-২ থেকে এবি-৩ তে যাবার পথে | |
কাঁঠালতলা | শিক্ষার্থী জমায়েতের কাজে ব্যবহৃত | এবি-৪ এর পাশে | |
শহিদ মিনার | ওমর একুশের শহিদগণের প্রতি শ্রদ্ধা নিরূপণ করা হয় | এডমিশন অফিসের পাশে ক্যাম্পাসের দক্ষিণ-পশ্চিম কোণে | |
ক্যাফেটেরিয়া | চা, সিঙ্গারা, সমুচা ও এ জাতীয় খাদ্য মূল্য বিনিময়ে খেতে হয় | ক্যাম্পাসের দক্ষিণ-পূর্ব কোণে | |
শাওলিনের খোপ | শিক্ষার্থী জমায়েতের কাজে ব্যবহৃত | এবি-১ এ একাউন্টস অফিসের দক্ষিণ পাশে |
সমাবর্তনসম্পাদনা
আবাসিক হলসম্পাদনা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে ড্যাফোডিল স্মার্ট সিটি আশুলিয়ায় ৫টি ভবন নিয়ে পরিচালনা করা হয় আবাসিক হলসমূহ।
নাম | ধরন | শিক্ষার্থী ধারণক্ষমতা | ভবন সংখ্যা | অবস্থান |
---|---|---|---|---|
ইউনুস খান স্কলার গার্ডেন ১ ব্লক এ | ছাত্রাবাস | ৮১০ | ১ টি | ড্যাফোডিল স্মার্ট সিটি |
ইউনুস খান স্কলার গার্ডেন ১ ব্লক বি | ছাত্রাবাস | ৭৯০ | ১টি | ড্যাফোডিল স্মার্ট সিটি |
ইউনুস খান স্কলার গার্ডেন ২ | ছাত্রাবাস | ১০২৬ | ১টি | ড্যাফোডিল স্মার্ট সিটি |
রওশন আরা স্কলার গার্ডেন | ছাত্রীনিবাস | ৭৯২ | ১টি | ড্যাফোডিল স্মার্ট সিটি |
ভর্তি কার্যক্রমসম্পাদনা
বছরে তিনবার ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে স্প্রিং, সামার এবং ফল সেমিস্টারে। আর দূরে অবস্থানরত ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে অনলাইন ভর্তির ব্যবস্থা করে । তাছাড়া সরাসরি ক্যাম্পাসএ এসেও ভর্তি হওয়া যায়।
গ্রন্থাগারসম্পাদনা
রাজধানী ঢাকার অদুরে ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়া, সাভার, ঢাকা ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিং - ৪ এর চতুর্থ তলার পুরোটা জুড়ে লাইব্রেরি। এখানে একসাথে ৭৫০ জন ব্যবহারকারী এই লাইব্রেরি ব্যবহার করতে পারেন । সময়ের সাথে তাল মিলিয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ই-লাইব্রেরি সার্ভিস । যার মাধ্যমে বিশ্বের যেকোন জাইগা থেকে রিমোট এক্সেস এর মাধ্যমে লাইব্রেরি ব্যবহারকারীগণ প্রয়োজনীয় রিসোর্সটি ডাউনলোড করতে পারেন ।
উন্নত লাইব্রেরি সার্ভিস প্রদানের জন্য Openathens, Vu-find, KOHA, DSpace ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করা হয়। শিক্ষার্থী এবং গবেষকদের গবেষণা রিপোর্ট কতভাগ প্রকৃত তা যাচাই করার জন্য ব্যবহার করা হয় Tunitin সফটওয়্যার।।
এই লাইব্রেরিতে ৩৬,৫২০ বই, ৮৫০০ জার্নাল, ২১৫৬ বার্ষিক প্রতিবেদন, ৫২১৩ ম্যাগাজিন, ১৮৩০০০ ই-বুক, ১৮০০০ প্রোজেক্ট রিপোর্ট,থিসিস এন্ড ডিজার্টেশন, ৩৬৫০ এ ভি এম, ৩,৫০০০ ই-জার্নাল এবং ২২৬০০০ জার্নাল আর্টিকেল রয়েছে।এছাড়া রয়েছে ভয়েস লাইব্রেরি, ই রিসোর্স সার্ভিস সেন্টার, লাইব্রেরি ক্যাফে, সিনেপ্লেক্স, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। পুরো লাইব্রেরিতে রয়েছে ফ্রি WiFi ব্রাউজিংয়ের ব্যবস্থা যাতে করে ছাত্র ছাত্রীরা পৃথিবীর বিভিন্ন দেশের লাইব্রেরি ও অন্যান্য বিষয় সম্পর্কে তথ্যাবলী সংগ্রহ করতে এবং নিজের কাজে ব্যবহার করতে পারে।[৭]
ল্যাব সুবিধাসম্পাদনা
শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দানের জন্য এখানে রয়েছে -
- কম্পিউটার ল্যাব
- ইলেকট্রিক ল্যাব
- মাল্টিমিডিয়া ল্যাব
- আমার ফুড ল্যাব
- ফুড প্রসেসসিং ল্যাব
- অ্যানিমেশন ল্যাব
- ক্যামেস্টি ল্যাব
- ফিজিক্স ল্যাব
- মার্কেটিং ল্যাব
- ইএসডিএম ল্যাব
- প্রফেশনাল ডেভেলপমেন্ট ল্যাব
- আইওটি এবং রোবটিক্স ল্যাব
- ড্যাফোডিল ইনোভেশন ল্যাব
- ফ্রন্ট অফিস ল্যাব
- হাউসকিপিং ল্যাব
- ফুড এন্ড বেভারেজ সার্ভিস ল্যাব
- ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাব
- মাইক্রোপ্রসেসর এবং ইন্টারফেসিং ল্যাব
- টেলিকমিউনিকেশন ল্যাব
- ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব
- অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ল্যাব
- ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ল্যাব ( কাটিং)
- ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ল্যাব ( Weaving)
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব
- টেক্সটাইল টেস্টিং এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাব
- ওয়েট প্রসেসিং ল্যাব
- সুতা উৎপাদন ল্যাব
- সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব
- ব্যবহারিক জরিপ ল্যাব
- ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব
- মেকানিক্স সলিড ল্যাব
- এনভিরণমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব
- জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব
- ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব
- ফুড বিশ্লেষণাগার ল্যাব
- ফুড প্রসেসিং ল্যাব
- ফুড মাইক্রোবায়োলজি ল্যাব
- আমার ফুড ল্যাব
- ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এবং কসমেটোলজি ল্যাব
- ইনোরগানিক এন্ড ফিজিক্যাল ফার্মেসি ল্যাব
- ফার্মাসিউটিকাল মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব
- অর্গানিক ফার্মেসি এবং মেডিসিনাল কেমিস্ট্রি ল্যাব
- ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস ল্যাব
- ফার্মাকগনোসি এবং ফাইটোকেমিস্ট্রি ল্যাব
- ফিজিওলজি এবং ফার্মাকোলজি ল্যাব
অন্যান্য কার্যক্রমসম্পাদনা
২০১২ ও ২০১৮ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এসিএম আইসিপিসি ঢাকা সাইটের আয়োজক হয়।[৮]
প্রাপ্তিসম্পাদনা
- ইন্টারন্যাশনাল আসোসিয়েসন অফ ইউনিভার্সিটি এর সদস্য পদ লাভ।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ Introduction। "About DIU"। ৩ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-২২।
- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন"। ২৯ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১২।
- ↑ "ROLL OF COMMITMENTS | RIO20"। Rio20.euromed-management.com। ৮ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-০৩।
- ↑ "ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস"। ১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১২।
- ↑ "Daffodil International University"। daffodilvarsity.edu.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৬।
- ↑ "Academic bunting and tassel color"। 4 International Colleges & Universities। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১০, ২০১২।
- ↑ "বাংলাদেশের অন্যতম বৃহত্তম লাইব্রেরি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে"। DPCNEWS24 (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-২৩। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২২।
- ↑ "campusnews24bd.com"। Online Newspaper। http://campusnews24bd.com। ১৮ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১২।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সংক্রান্ত মিডিয়া রয়েছে। এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।