ড্যানিশ আসলাম

ভারতীয় চলচ্চিত্র পরিচালক

ড্যানিশ আসলাম (ইংরেজি: Danish Aslam) হলেন ভারতের মুম্বাই এর একজন চলচ্চিত্র পরিচালক

ড্যানিশ আসলাম
জন্ম
পেশাচলচ্চিত্র পরিচালক
কর্মজীবন২০০৪–বর্তমান
দাম্পত্য সঙ্গীশ্রুতি শেঠ (২০১০–বর্তমান)
সন্তানআলিনা আসলাম (জন্ম ২০১৪)

কর্মজীবন

সম্পাদনা

একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ করার পূর্বে তিনি কুনাল কোহলি ফানা, তারা রাম পাম পাম এবং থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ড্যানিশ ব্রেক কি বাদ চলচ্চিত্রে পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। উক্ত চলচ্চিত্রে প্রধান চরিত্রে অবিনয় করেন ইমরান খান এবেং দীপিকা পাড়ুকোন অভিনয় করেন।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

তিনি গোয়া একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তার বহুদিনের বান্ধবী অভিনেত্রী শ্রুতি শেঠকে বিয়ে করেন। তার পিতা অধ্যাপক আসলাম আইজিএনওইউ-এর ভাইস চ্যান্সেলর এবং তার মা নুজহাত আসলাম একজন গৃহিণী। তিনি মাদার ইন্টারন্যাশনাল স্কুল পড়াশোনা করেন এবং যেখান থেকে তিনি ১৯৯৭ সালে স্নাতক পাশ করেন।

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

পরিচালক

সম্পাদনা
ব্ছর চলচ্চিত্র ক্রেডিট (সমূহ)
২০০৪ স্বদেশ দ্বিতীয়
সহাকারী
পরিচালক
২০০৫ সালাম নমস্তে সহযোগী
পরিচালক
২০০৫ বিং সাইরাস দ্বিতীয়
সহযোগী
পরিচালক
২০০৬ ফানা সহযোগী
পরিচালক
২০০৭ তা রা রাম পাম সহযোগী
পরিচালক
২০০৮ থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক সহযোগী
পরিচালক
২০১০ ব্রেক কি বাদ পরিচালক

অভিনেতা হিসেবে

সম্পাদনা
বছর চলচ্চিত্র ক্রেডিট (সমূহ)
২০০৫ সালাম নমস্তে গৌণ
ভূমিকা
২০০৭ এক্সিসট রাবিনার
ভাই
২০০৮ থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক তরুণ
রনবিরের
শিক্ষক

বহিঃসংযোগ

সম্পাদনা