ডোরাকাটা তুলিকা

পাখির প্রজাতি
(ডোরা কাটা চড়াই থেকে পুনর্নির্দেশিত)

ডোরাকাটা তুলিকা (Anthus lineiventris) হল এক প্রজাতির পাখি যারা প্রধানত মোটাসিলিডি পরিবারের অন্তর্ভুক্ত। এদেরকে প্রধানত পাওয়া যায় অ্যাঙ্গোলা, বতসোয়ানা, বুরুন্ডি, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, সোয়াজিল্যান্ড, তানজানিয়া, জাম্বিয়া, এবং জিম্বাবুয়ে প্রভৃতি দেশে। এদের প্রধান বাসস্থান হল শুষ্ক সাভানা

ডোরাকাটা তুলিকা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Passeriformes
পরিবার: Motacillidae
গণ: Anthus
প্রজাতি: A. lineiventris
দ্বিপদী নাম
Anthus lineiventris
Sundevall, 1851

তথ্যসূত্র সম্পাদনা

  1. BirdLife International (২০১২)। "Anthus lineiventris"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩