ডেসটিনি গ্রুপ বাংলাদেশের একটি বাণিজ্য গোষ্ঠী। তাদের প্রধান কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেড তাদের পণ্যসমূহ এমএলএম পদ্ধতিতে সরাসরি বিক্রয়ের (ডিরেক্ট সেল)-এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করত। ডেসটিনি-২০০০ লিমিটেড এমএলএম বাণিজিক্যক পদ্ধতির মাধ্যমে চার হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ সম্পর্কিত জালিয়াতির এবং বিদেশে অর্থ পাঁচার এর সম্ভাব্য অভিযোগের কারনে মূলধারার গণমাধ্যমে সমালোচিত এবং বাংলাদেশী আইনে দন্ডপ্রাপ্ত হয়েছিল।[১] ডেসটিনি গ্রুপের একাধিক সহযোগী কোম্পানী ট্রাডিশনাল বা গতানুগতিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতো। বর্তমানে ডেসটিনি গ্রুপের মাত্র ২টি প্রতিষ্ঠান চলমান রয়েছে (যেমন- দৈনিক ডেসটিনি এবং বৈশাখী টেলিভিশন)। বাকি সকল সহযোগী কোম্পানীর ব্যাংক হিসাব বাংলাদেশ ব্যাংক ও মহামান্য আদালতে নির্দেশে স্থবির করে রাখা হয়েছে। ফলে তারা বাকি সহযোগী কোম্পানীগুলো পরিচালনা করতে পারবে না। বর্তমানে মহামান্য হাইকোর্টে এ বিষয় নিয়ে মামলা চলমান রয়েছে।

উল্লেখযোগ্যতা সম্পাদনা

ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০১২ সম্পাদনা

 
৬ তলা বিশিষ্ট এই দুর্যোগ আশ্রয় কেন্দ্রটি পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভুমকা রেখেছিল ।
 
দৈনিক ডেসটিনির ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর "গুণীজন সম্মাননা" অনুষ্ঠানে ড জাফর ইকবালের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন প্রতিষ্ঠানটির প্রধান

পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী প্রথম বিশ্ব বিপণন সম্মেলনের ডায়মন্ড পার্টনার ছিল ডেসটিনি ২০০০ লিমিটেড ।[২][৩][৪][৫][৬][৭] প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. দীপু মনি আনুষ্ঠানিক বক্তৃতার মাধ্যমে এর উদ্বোধন করেন । [৮] জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) মহাসচিব সুপাচাই পানিচপাকদি, ড. ফিলিপ কোটলার সহ শতাধিক আর্ন্তজাতিক বিপণন বিশেষজ্ঞ বক্তা এবং ৪০০০ এর অধিক বিশেষজ্ঞ এতে অংশগ্রহণ করেন[৯][১০]

বিপিএল ২০১২ সম্পাদনা

বিপিএল এর প্রথম আসর "ডেসটিনি-বৈশাখী বিপিএল[১১][১২]" এর টাইটেল পৃষ্ঠপোষক ছিল ডেসটিনি গ্রুপ[১৩][১৪][১৫][১৬][১৭][১৮][১৯][২০] এবং প্রতিষ্ঠানটি এই ধারা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করেছিল[১১][২১]

এনসিএল টি-টোয়েন্টি সম্পাদনা

জাতীয় ক্রিকেট লীগের নতুন সংস্করণ এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের টাইটেল পৃষ্ঠপোষক ছিল ডেসটিনি গ্রুপ[২২][২৩][২৪][২৫][২৬][২৭] এবং উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশী ঘরোয়া ক্রিকেটে এটাই ছিল সবচেয়ে বড় বাজেটের টুর্নামেন্ট।

বৈশাখী টিভি সম্পাদনা

বাংলাদেশের শীর্ষ[২৮][২৯][৩০][৩১][৩২] বেসরকারী টেলিভিশন চ্যানেল "বৈশাখী টিভির" সত্ত্বাধীকারী ডেসটিনি গ্রুপ[৩৩][৩৪][৩৫][৩৬][৩৭][৩৮][৩৯][৪০] এবং চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন[৪১]

দৈনিক ডেসটিনি সম্পাদনা

বাংলাদেশী দৈনিক "দৈনিক ডেসটিনি" এর সত্ত্বাধীকারী ডেসটিনি গ্রুপ[৪২][৪৩][৪৪][৪৫][৪৬] এবং প্রকাশক,সম্পাদক রফিকুল আমিন।

কর-শুল্ক সম্পাদনা

১২ বছরে সরকারী কোষাগারে ভ্যাট-ট্যাক্স বাবদ ৪১০ কোটি টাকা প্রদান করেছে এবং রাজস্ব বিভাগে এর প্রমাণ রয়েছে বলে প্রতিষ্ঠানটি দাবী করেছে।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সম্পাদনা

বিভিন্ন স্থাবর,অস্থাবর সম্পদ ক্রয় ,কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ও সদস্যদের ঋণ বাবদ ১১৮৩ কোটি টাকা ব্যয় করেছিল বলে প্রতিষ্ঠানটি দাবী করেছিল।

অনুদান সম্পাদনা

দুর্যোগ আশ্রয় কেন্দ্র সম্পাদনা

বাগেরহাট শরণখোলায় ৩ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট তৎকালীন দেশের সর্ববৃহৎ দুর্যোগ আশ্রয় কেন্দ্র তৈরি করেছিল এবং আরও ২টি নির্মাণের পদক্ষেপ নিয়েছিল প্রতিষ্ঠানটি।

সঙ্কট সম্পাদনা

২০১০ সালের নিমতলি অগ্নিকাণ্ড (১১৯ জন নিহত) ও ২০১১ সালের মিরসরাই দুর্ঘটনা (৪৫ জন শিক্ষার্থী) আক্রান্ত পরিবারকে প্রতিষ্ঠানটি অনুদান দিয়েছে।

মুক্তিযোদ্ধা যাদুঘর সম্পাদনা

মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে ৩ কোটি ৩ লক্ষ টাকা অনুদান দিয়েছিল প্রতিষ্ঠানটি। ২০১৭ সালের ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই নয়তালা ভবনটির উদ্ভোধন করেন।

শিক্ষাবৃত্তি সম্পাদনা

ডেসটিনি এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিক্ষা ও স্বাস্থ্য সেবায় শিক্ষাবৃত্তি ২০১১ অনুষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে ডেসটিনি গ্রুপের পক্ষ থেকে অনুদান প্রদান করেন ড. আ আ ম স আরেফিন সিদ্দিক

আবু নাসের আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা সম্পাদনা

শেখ আবু নাসের স্মরণে , ৭ দিন ব্যাপী শেখ আবু নাসের স্মৃতি ১ম আর্ন্তজাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিল ডেসটিনি গ্রুপ[৪৭]বাংলাদেশ, ভারতনেপালের দাবারুরা অংশগ্রহণ করেছিলেন এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের কোষাধ্যক্ষ রণদেব দাস গুপ্তা ও আন্তর্জাতিক দাবা বিচারক হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

আর্থিক লেনদেন সম্পাদনা

প্রতিষ্ঠানটি দাবী করেছিল যে ২০০০ থেকে মে ২০১২ পর্যন্ত তারা ৫১২১ কোটি টাকা সংগ্রহ এবং ৫১০৫ কোটি টাকা ব্যয় করেছিল।

  • পণ্য আমদানিতে ১৪২ কোটি টাকা ব্যয় করেছিল এবং ব্যাংকের এলসিতে এর প্রমাণ রয়েছে বলে প্রতিষ্ঠানটি দাবী করেছিল।
  • ১২ বছরে সরকারী কোষাগারে ভ্যাট-ট্যাক্স বাবদ ৪১০ কোটি টাকা প্রদান করেছে এবং রাজস্ব বিভাগে এর প্রমাণ রয়েছে বলে প্রতিষ্ঠানটি দাবী করেছিল।
  • সদস্য কর্তৃক পণ্য বিক্রয়ে তাদেরকে ১৪৫৬ কোটি টাকা লভ্যাংশ দিয়েছিল যা সদস্য চিহ্নিতকরণ স্বয়ংক্রিয় সার্ভারে যাচাইযোগ্য বলে তারা দাবী করেছিল।
  • স্থানীয় পণ্য ক্রয় ও উৎপাদন ব্যয় ২৮৭ কোটি টাকা হয়েছিল বলে প্রতিষ্ঠানটি দাবী করেছিল।
  • শেয়ারহোল্ডারদের ২৪১ কোটি টাকা লভ্যাংশ দিয়েছিল যা শেয়ারহোল্ডার চিহ্নিতকরণ স্বয়ংক্রিয় সার্ভারে যাচাইযোগ্য বলে তারা দাবী করেছিল।
  • ১২ বছরে বেতন , ভাতা ও প্রশাসনিক খাতে ৪৩৭ কোটি টাকা ব্যয় করেছিল বলে প্রতিষ্ঠানটি দাবী করেছিল।
  • সমবায় সমিতিতে আমানতকারীদের ২৬ কোটি টাকা মুনাফা দিয়েছিল বলে প্রতিষ্ঠানটি দাবী করেছিল।
  • বৃক্ষরোপণ খাতে ২২৩ কোটি টাকা ব্যয় করেছিল বলে প্রতিষ্ঠানটি দাবী করেছিল।
  • বিভিন্ন স্থাবর,অস্থাবর সম্পদ ক্রয় ,কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ও সদস্যদের ঋণ বাবদ ১১৮৩ কোটি টাকা ব্যয় করেছিল বলে প্রতিষ্ঠানটি দাবী করেছিল।

সমালোচনা সম্পাদনা

১০ ডিসেম্বর ২০১২, প্রতিষ্ঠানটির কর্ণধারের বিরুদ্ধে আর্থিক প্রতারণার ২টি মামলা করে দুদক। ২০২০ এর ১৩ই জুন আদালত প্রতিষ্ঠানের এমডি রফিকুল আমিনের জামিন নামঞ্জুর করে।[৪৮]

অভিযোগ সম্পাদনা

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বহুসংখ্যক অভিযোগ এসেছিল। ২০১৮ সালের ১৪ই মে গ্রাহকদের প্রতারিত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের মুখে থাকা ডেসটিনি ২০০০ লিমিটেড অবলুপ্ত বা অবসায়ন করতে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চায় হাই কোর্ট।[৪৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আর্থিক কেলেঙ্কারি : ডেসটিনি > ৪ হাজার কোটি টাকা হাপিস? প্রতারিতরা ঘুরছেন দ্বারে দ্বারে"ভোরের কাগজ। ১৮ আগস্ট ২০১৭। ২০২০-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৪ 
  2. স্টুয়ার্ড, ডেভিড ডব্লিউ (১৭ ডিসেম্বর ২০১৪)। The World Marketing Summit is held in Bangladesh with a major focus on social marketing--The Handbook of Persuasion and Social Marketing [3 volumes] (ইংরেজি ভাষায়)। ক্যালিফোর্নিয়া , ইউ এস এ: এ বি সি-ক্লিও, এল এল সি। পৃষ্ঠা ৩০। আইএসবিএন 1440804044 
  3. বাংলানিউজটোয়েন্টিফোর.কম (২ মার্চ ২০১২)। "সোশ্যাল মার্কেটিং বিশ্ব সমাজকে পরিবর্তন করে দেবে: ফিলিপ কটলার"। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  4. "শেষ হলো ওয়ার্ল্ড মার্কেটিং সামিট | কালের কণ্ঠ"দৈনিক কালের কণ্ঠ। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। ৪ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  5. "রাজধানীতে ওয়ার্ল্ড মার্কেটিং সামিট শুরু | বিডি নিউজ"। বিডি নিউজ। ১ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "World Marketing Summit | Bangladesh Brand Forum" (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  7. "সমকাল :: বিশ্বখ্যাত বিপণন বিশেষজ্ঞ ফিলিপ কোটলার ঢাকা আসছেন :: সমকাল প্রতিবেদক"দৈনিক সমকাল। ৩১ ডিসেম্বর ২০১২। Archived from the original on ২০১২-১২-৩১। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১১ 
  8. ড দীপু মনি (১ মার্চ ২০১২)। "HFM-World Marketing Summit--Speech by Hon'ble Foreign Minister Dr. DipuMoni, M.P. at the Opening of the World Marketing Summit" (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ অ্যাম্বাসি, থাইল্যান্ড এ। ১৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  9. "Changing the World through Marketing – World Marketing Summit 2012 | Consulus" (ইংরেজি ভাষায়)। Consulus। ১২ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  10. আবুল হাসনাত (২৫ ফেব্রুয়ারি ২০১২)। "ঢাকায় বসছে প্রথম বিশ্ব বিপণন সম্মেলন"দৈনিক প্রথম আলো। মতিউর রহমান। ১৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  11. স্পোর্টস রিপোর্টার (৬ ফেব্রুয়ারি ২০১২)। "বিপিএল টাইটেল স্পন্সর 'ডেসটিনি-বৈশাখী' | বিডি নিউজ"বিডি নিউজ ডটকম। ২৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  12. "Destiny-Boishakhi Bangladesh Premier League (BPL) 2012: Fixtures & Scorecards" (ইংরেজি ভাষায়)। ক্রিকেট ফান্ডাস। ১১ ফেব্রুয়ারি ২০১২। ২১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  13. দৈনিক প্রথম আলো (২৯ জানুয়ারি ২০১২)। "বিপিএলের স্পনসর ডেসটিনি | প্রথম আলো"মতিউর রহমান। ২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  14. "Destiny signs up with BPL"দ্যা ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ট্র্যান্সকম গ্রুপ। ২৯ জানুয়ারি ২০১২। ৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  15. দ্যা ইনডিপেন্ডেন্ড (১ নভেম্বর ২০১৫)। "BRB Cable to sponsor BPL third edition"ইনডিপেন্ডেন্ড পাবলিকেশন্স লিমিটেড। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  16. "Bangladesh Premier League to begin on February 9"ইএসপিএন স্পোর্টস মিডিয়া লিমিটেড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  17. দ্যা ডেইলি স্টার (২ জানুয়ারি ২০১৩)। "Prime Bank title sponsor of BPL"ট্র্যান্সকম গ্রুপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  18. "Prime Bank bags BPL title deal - বিডিনিউজ টুয়েন্টিফোর"। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম। ১ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  19. "বিপিএলের স্পনসর ডেসটিনি । প্রথম আলো"। ২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  20. "টাইটেল স্পন্সর ডেসটিনি । ক্রীড়া প্রতিবেদক"দৈনিক যায় যায় দিন। যায়যায়দিন প্রিন্টার্স লিমিটেড। ২৯ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭ 
  21. "বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)'র টাইটেল স্পন্সর হয়েছে ডেসটিনি গ্রুপ। এজন্য তাদেরকে দিতে হচ্ছে সাড়ে সাত কোটি টাকা | বাংলানিউজ টুয়েন্টিফোর"বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম। ২৮ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭ 
  22. মতিউর রহমান, দৈনিক প্রথম আলো (৬ এপ্রিল ২০১০)। "এনসিএল টি-টোয়েন্টির টাইটেল স্পন্সর ডেসটিনি । ক্রীড়া প্রতিবেদক"। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭ 
  23. "বাংলাদেশেও বাজার পেল টি-টোয়েন্টি | কালের কণ্ঠ"ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। ইমদাদুল হক মিলন। ১৩ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  24. মতিউর রহমান, দৈনিক প্রথম আলো (১৯ এপ্রিল ২০১০)। "এনসিএল টি-টোয়েন্টি লিগের ফাইনালে কিংস অব খুলনা । প্রথম আলো ডেস্ক"। ২০১৮-০৪-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১১ 
  25. "আজ মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টি"দৈনিক সংগ্রাম। ১১ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  26. "সাইক্লোন আর রেঞ্জার্সের ম্যাচ দিয়ে এনসিএল শুরু । দৈনিক সংগ্রাম | প্রিন্ট সংস্করণ"দৈনিক সংগ্রাম। ৮ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  27. "এনসিএলে পৌনে বার লাখ টাকার টিকিট বিক্রি"দৈনিক সংগ্রাম। ২৩ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  28. ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ, দৈনিক ইত্তেফাক (১২ অক্টোবর ২০১৭)। "বদলে গেছে বৈশাখী টিভি | আনন্দ বিনোদন | দৈনিক ইত্তেফাক"। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  29. দৈনিক ইনকিলাব (১৬ সেপ্টেম্বর ২০১৭)। "টিআরপি রেটিংয়ে প্রথম সারিতে বৈশাখী টিভি"। ইনকিলাব এন্টারপ্রাইজ এন্ড পাবলিকেশন্স লি। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  30. "বদলে গেছে বৈশাখী টিভি | মানবকণ্ঠ"দৈনিক মানবকণ্ঠ। ১৯ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  31. "বদলে গেছে বৈশাখী টিভি"দৈনিক যায়যায়দিন। ২০ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  32. "সবশ্রেণির দর্শকের জন্য স্ক্রীন সাজাই: টিপু"দৈনিক আজকের খবর। ১৫ সেপ্টেম্বর ২০১৭। ২০২১-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  33. "বৈশাখী টিভির শেয়ার হস্তান্তর বিষয়ে ডেসটিনির আপিল মঞ্জুর | আদালত | দৈনিক ইত্তেফাক"দৈনিক ইত্তেফাক। ১৫ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  34. স্থানীয় সংবাদদাতা, দ্যা ডেইলি অবজারভার (২৭ সেপ্টেম্বর ২০১৬)। "Destiny MD's bail demanded - সিটি নিউজ - দ্যা ডেইলি অবজারভার"দ্যা অবজারভার লিমিটেড (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  35. "বৈশাখী টিভির মালিকানা ফের ডেসটিনির | কালের কণ্ঠ"দৈনিক কালের কণ্ঠ। ১৬ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  36. "বৈশাখীর মালিকানা ডেসটিনির | ভোরের কাগজ"দৈনিক ভোরের কাগজ। মিডিয়াসিন লিমিটেড। ১৬ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  37. দৈনিক ভোরের ডাক (১৫ ফেব্রুয়ারি ২০১৭)। "ডেসটিনির আপিলের রায় বৈশাখী টিভি'র পক্ষে দিয়েছে সুপ্রিম কোর্ট"। মেসার্স পিউকি প্রিন্টার্স। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  38. "বৈশাখীর মালিকানা ডেসটিনির"বাংলানিউজ টুয়েন্টিফোর। ১৬ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  39. "বৈশাখী টিভিতে ডেসটিনির মালিকানা পুনঃপ্রতিষ্ঠিত"জাগোনিউজ২৪। ১৬ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  40. "ডেসটিনির মালিকানাতেই বৈশাখী টিভি"শীলনবাংলা। ১৭ ফেব্রুয়ারি ২০১৭। ২০২০-০৮-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  41. "Mohammad Rafiqul Amin, MD & Chairman"বৈশাখী মিডিয়া লিমিটেড। মোঃ রফিকুল আমিন। ৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  42. "ডেসটিনির রফিকুল আমীনের মুক্তির দাবিতে মানববন্ধন | কালের কণ্ঠ"দৈনিক কালের কণ্ঠ। ৩১ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  43. "Boishakhi Television and Dainik Destiny - সিটি নিউজ - দ্যা ডেইলি অবজারভার"দ্যা অবজারভার লিমিটেড (ইংরেজি ভাষায়)। ২৭ অক্টোবর ২০১৬। ২০২৩-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১ 
  44. "ঈদের আগেই ডেসটিনি সম্পাদকের মুক্তি দাবি"বাংলানিউজটোয়েন্টিফোর। ২ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০২ 
  45. "ডেসটিনির ব্যাংক হিসাব স্থগিত কেন অবৈধ নয়: হাই কোর্ট | বিডি নিউজ"বিডি নিউজ। ২৭ জুন ২০১২। ২০১২-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০২ 
  46. "দৈনিক ডেসটিনির সম্পাদক রফিকুল আমীনের মুক্তি"টাইমওয়াচ.কম.বিডি। টাইমওয়াচ মিডিয়া লিমিটেড। ২৯ জুলাই ২০১৬। ২০১৮-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০২ 
  47. "খুলনায় আজ থেকে শুরু হচ্ছে শেখ আবু নাসের স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা | প্রিন্ট সংস্করণ"দৈনিক সংগ্রাম। ১৬ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  48. "ডেসটিনির এমডির জামিন আবেদন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে | কালের কণ্ঠ"কালের কন্ঠ। ১৩ জুন ২০২০। ১৩ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০ 
  49. "ডেসটিনি কেন বিলুপ্ত হবে না, প্রশ্ন হাই কোর্টের"bdnews24.com। ১৫ মে ২০১৮। ২০২০-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৩