ডেভিড জেমস মার্শাল

ডেভিড জেমস মার্শাল (ইংরেজি: David Marshall; জন্ম: ৫ মার্চ ১৯৮৫; ডেভিড মার্শাল নামে সুপরিচিত) হলেন একজন স্কটিশ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি এবং স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

ডেভিড মার্শাল
২০১৯ সালে স্কটল্যান্ডের হয়ে মার্শাল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ডেভিড জেমস মার্শাল[]
জন্ম (1985-03-05) ৫ মার্চ ১৯৮৫ (বয়স ৩৯)[]
জন্ম স্থান গ্লাসগো, স্কটল্যান্ড
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)[]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ডার্বি কাউন্টি
জার্সি নম্বর
যুব পর্যায়
0000–২০০২ সেল্টিক
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০২–২০০৭ সেল্টিক ৩৫ (০)
২০০৭নরউইচ সিটি (ধার) (০)
২০০৭–২০০৯ নরউইচ সিটি ৯২ (০)
২০০৯–২০১৬ কার্ডিফ সিটি ২৬৪ (০)
২০১৬–২০১৯ হাল সিটি ৬১ (০)
২০১৯–২০২০ উইগান অ্যাথলেটিক ৩৯ (০)
২০২০– ডার্বি কাউন্টি ২৫ (০)
জাতীয় দল
২০০৫–২০০৬ স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ (০)
২০০৯ স্কটল্যান্ড বি (০)
২০০৪– স্কটল্যান্ড ৪১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:৫১, ৭ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৫১, ৭ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

স্কটিশ ফুটবল ক্লাব সেল্টিকের হয়ে খেলার মাধ্যমে মার্শাল ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই ক্লাবের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০২–০৩ মৌসুমে, স্কটিশ ক্লাব সেল্টিকের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৫ মৌসুম অতিবাহিত করেছেন; সেল্টিকের হয়ে তিনি ৩৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন। সেল্টিকের হয়ে তিনি মার্টিন ও'নিলের অধীনে ১টি লিগ শিরোপা জয়লাভ করেছেন। মাঝে তিনি ৬ মাসের জন্য নরউইচ সিটিতে ধারে খেলেছেন। অতঃপর ২০০৭–০৮ মৌসুমে তিনি ইংরেজ ক্লাব নরউইচ সিটিতে যোগদান করেছেন,[] নরউইচ সিটিতে ২ মৌসুম অতিবাহিত করার পর প্রায় ৫০ হাজার ইউরোর বিনিময়ে কার্ডিফ সিটির সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ২৭৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন। পরবর্তীকালে, তিনি হাল সিটি এবং উইগান অ্যাথলেটিকের হয়ে খেলেছেন।[][][] ২০২০–২১ মৌসুমে, তিনি বিনামূল্যে উইগান অ্যাথলেটিক হতে স্কটিশ ক্লাব ডার্বি কাউন্টিতে যোগদান করেছেন।[]

২০০৫ সালে, মার্শাল স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে স্কটল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০০৪ সালে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্কটল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪০-এর অধিক ম্যাচে অংশগ্রহণ করেছেন।

ব্যক্তিগতভাবে, মার্শাল বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৩–১৪ মৌসুমে কার্ডিফ সিটির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, মার্শাল এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৪টি সেল্টিকের হয়ে এবং ১টি কার্ডিফ সিটির হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ডেভিড জেমস মার্শাল ১৯৮৫ সালের ৫ই মার্চ তারিখে স্কটল্যান্ডের গ্লাসগোয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

মার্শাল স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ এবং স্কটল্যান্ড বি দলের হয়ে খেলার মাধ্যমে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৫ সালের ২৫শে মার্চ তারিখে তিনি ২০০৬ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে ইতালি অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০০৪ সালের ১৮ই আগস্ট তারিখে, মাত্র ১৯ বছর ৫ মাস ১৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মার্শাল হাঙ্গেরির বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্কটল্যান্ডের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচে তিনি একজন গোলরক্ষক হিসেবে খেলেছেন। ম্যাচটি স্কটল্যান্ড ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। স্কটল্যান্ডের হয়ে অভিষেকের বছরে মার্শাল সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের মাত্র ৪৫ মিনিটে, স্কটল্যান্ডের জার্সি গায়ে প্রথম গোলটি হজম করেন; একই সাথে অভিষেক ম্যাচেই তিনি একটি আত্মঘাতী গোল করেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
৭ মার্চ ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ ২০০৫
২০০৬
সর্বমোট
স্কটল্যান্ড বি ২০০৯
সর্বমোট
স্কটল্যান্ড ২০০৪
২০০৫
২০০৬
২০০৭
২০০৮
২০০৯
২০১০
২০১১
২০১২
২০১৩
২০১৪
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
২০১৯
২০২০
সর্বমোট ৪১

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Notification of shirt numbers: Derby County" (পিডিএফ)। English Football League। পৃষ্ঠা 26। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০ 
  2. Hugman, Barry J., সম্পাদক (২০১০)। The PFA Footballers' Who's Who 2010–11। Mainstream Publishing। পৃষ্ঠা 278আইএসবিএন 978-1-84596-601-0 
  3. "Norwich bag Marshall"Eurosport। ৪ জুলাই ২০০৭। সংগ্রহের তারিখ ৭ মে ২০২০ 
  4. "David Marshall: Hull City sign Cardiff City goalkeeper for undisclosed fee"BBC Sport। BBC। ৩০ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৬ 
  5. "David Marshall becomes Hull City's first signing of the summer after Cardiff City move"Hull Daily Mail। ৩০ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "Marshall Joins Wigan Athletic As Hull City Contract Ends"Hull City A.F.C.। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯ 
  7. "Derby Sign Scotland International Goalkeeper Marshall"Derby County F.C.। ২১ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা