ডিলন ডি সিলভা

শ্রীলঙ্কান ফুটবল খেলোয়াড়

ডিলন সেনান ডি সিলভা (ইংরেজি: Dillon De Silva; জন্ম: ১৮ এপ্রিল ২০০২; ডিলন ডি সিলভা নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ-শ্রীলঙ্কান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্স এবং শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[২] তিনি মূলত ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ডিলন ডি সিলভা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ডিলন সেনান ডি সিলভা[১]
জন্ম (2002-04-18) ১৮ এপ্রিল ২০০২ (বয়স ২২)
জন্ম স্থান ক্যামডেন, লন্ডন, ইংল্যান্ড[১]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
কুইন্স পার্ক রেঞ্জার্স
জার্সি নম্বর ৩৯
যুব পর্যায়
২০১৩–২০১৬ টটেনহ্যাম হটস্পার
২০১৬–২০১৭ বার্কিং
২০১৭– কুইন্স পার্ক রেঞ্জার্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২০– কুইন্স পার্ক রেঞ্জার্স (০)
জাতীয় দল
২০২১– শ্রীলঙ্কা (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৩–১৪ মৌসুমে, ইংরেজ ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পারের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ডি সিলভা ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে বার্কিং এবং কুইন্স পার্ক রেঞ্জার্সের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০২০–২১ মৌসুমে, ইংরেজ ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের মূল দলে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন।

২০২১ সালে, ডি সিলভা শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; শ্রীলঙ্কার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ডিলন সেনান ডি সিলভা ২০০২ সালের ১৮ই এপ্রিল তারিখে ইংল্যান্ডের লন্ডনের ক্যামডেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

২০২১ সালের ৫ই জুন তারিখে, মাত্র ১৯ বছর, ১ মাস ও ১৮ দিন বয়সে, উভয় পায়ে ফুটবল খেলায় পারদর্শী ডি সিলভা লেবাননের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে শ্রীলঙ্কার হয়ে অভিষেক করেছেন।[৩][৪] উক্ত ম্যাচের ৫১তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় মুহাম্মদু ফসলের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৫] ম্যাচে তিনি ৫ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ম্যাচটি লেবানন ২–৩ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬]

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

১৩ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
শ্রীলঙ্কা ২০২১
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dillon De Silva - Soccer player profile & career statistics"Global Sports Archive। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  2. "U23s in profile: Dillon De Silva"QPR। ২৯ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Lebanon - Sri Lanka, Jun 5, 2021 - World Cup qualification Asia - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  4. "Lebanon vs. Sri Lanka - 5 June 2021"Soccerway। ৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  5. "Lebanon - Sri Lanka 3:2 (WC Qualifiers Asia 2019-2021, 2nd Round Group H)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  6. Strack-Zimmermann, Benjamin (৫ জুন ২০২১)। "Lebanon vs. Sri Lanka (3:2)"National Football Teams। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা