ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ড সিক্স-ম্যান ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ
দ্য ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ড সিক্স-ম্যান ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ (বাংলাঃ ডাব্লিউসিডাব্লিউ ৬ জনের ট্যাগ টিম বিশ্বশিরোপা) বর্তমানে লুপ্ত পেশাদার কুস্তি সংস্থা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং(ডাব্লিউসিডাব্লিউ)-এর একটি ট্যাগ টিম শিরোপা ছিল। ১৯৯১ সালের ১৭ ফেব্রুয়ারি হতে ১০ নভেম্বর পর্যন্ত ডাব্লিউসিডাব্লিউ'র বিভিন্ন সম্প্রচারিত অনুষ্ঠানে শিরোপাটির জন্য বিভিন্ন লড়াই অনুষ্ঠিত হয়। শিরোপাটি ডাব্লিউসিডাব্লিউ'র পূর্বসুরী জিম ক্রোকেট প্রমোশনে ব্যবহৃত এনডাব্লিউএ ওয়ার্ল্ড সিক্স-ম্যান ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ-এর পুনঃসক্রিয় রূপ হিসেবে বিবেচিত। শিরোপাটির এনডাব্লিউএ সংস্করণটি সংস্থার মূল আকর্ষণ বা প্রথম সারির কুস্তিগিরদের লড়াইয়ের জন্য ব্যবহার হলেও ডাব্লিউসিডাব্লিউ সংস্করণটি মূলত মধ্যম সারির কুস্তিগিরদের লড়াই ও প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে ব্যবহৃত হয়েছে। রিকি মর্টন ও টমি রিচ শিরোপাটি দুইবার ধারণ করেন। ১০ নবেম্বর, ১৯৯১ সালে শিরোপাটি নিষ্ক্রিয় হয়।[১]
ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ড সিক্স-ম্যান ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তথ্য | |||||||||||||
সংস্থা | ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং | ||||||||||||
প্রতিষ্ঠা | ১৭ ফেব্রুয়ারি, ১৯৯১ | ||||||||||||
অবসর | ১০ নভেম্বর, ১৯৯১ | ||||||||||||
অন্যান্য নাম | |||||||||||||
| |||||||||||||
|
কয়েকমাস বাদে ডাব্লিউসিডাব্লিউ'র ম্যাচকর্তা এরিক বিশোফ ডাব্লিউসিডাব্লিউ ম্যাগাজিনের ২৩ মে, ১৯৯২ -এর সংখ্যায় ও ৩০ মে, ১৯৯২-এ সম্প্রচারিত ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ডঅয়াইড অনুষ্ঠানে শিরোপাটি বিচ ব্লাস্ট পে-পার-ভিউতে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন। শিরোপাটির জন্য ববি ইটন, আর্ন এন্ডারসন ও স্টিভ অস্টিনের সাথে ব্যারি উইন্ডহ্যাম, ডাস্টিন রোডস ও নিকিতা কোলফের মধ্যে লড়াই নির্ধারিত ছিল। পরবর্তীতে শিরোপা ফিরিয়ে আনার পরিকল্পনা বাদ দেয়া হয়েছিল। বিচ ব্লাস্টএ নির্ধারিত লড়াইটি শিরোপা নির্ধারণের বদলে একটি সাধারণ ট্যাগ-টিম লড়াই হিসেবে শেষ হয়েছিল।[১]
শিরোপার ইতিহাস
সম্পাদনানং | সামগ্রিক রাজত্বের সংখ্যা |
---|---|
রাজত্ব | নির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের নম্বর |
দিন | চ্যাম্পিয়ন থাকার দিন |
নং | চ্যাম্পিয়ন | চ্যাম্পিয়নশিপ পরিবর্তন | রাজত্বের পরিসংখ্যান | টীকা | সূত্র | |||
---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | অনুষ্ঠান | অবস্থান | রাজত্ব | দিন | ||||
১ | জাংকইয়ার্ড ডগ, রিকি মর্টন ও টমি রিচ | ১৭ ফেব্রুয়ারি ১৯৯১ | হাউজ শো | আটলান্টা, জর্জিয়া | ১ | ১০৬ | বাডি ল্যান্ডেল, ডাচ ম্যান্টেল ও ডক্টর এক্স কে হারিয়ে শিরোপা জিতেন। | [১] |
২ | দ্য ফ্যাবুলাস ফ্রিবার্ডস (ব্যাডস্ট্রিট, জিমি গারভিন ও মাইকেল হায়েস) |
৩ জুন ১৯৯১ | ডাব্লিউসিডাব্লিউ মেইন ইভেন্ট | বার্মিংহাম, এলাবামা | ১ | ৬৩ | ৩০ জুন, ১৯৯১-এ (দেরীতে) সম্প্রচারিত। | [১] |
৩ | ম্যাট অসবোর্ন, ডাস্টিন রোডস ও টম জেঙ্ক | ৫ আগস্ট ১৯৯১ | ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ডঅয়াইড | সেইন্ট জোসেফ, মিসৌরি | ১ | ৬৪ | ২৪ আগস্ট, ১৯৯১-এ (দেরীতে) সম্প্রচারিত। | [১] |
৪ | দ্য ইয়র্ক ফাউন্ডেশন (রিকি মর্টন (২), টমি রিচ (২) ও টেরি টেইলর) |
৮ অক্টোবর ১৯৯১ | ডাব্লিউসিডাব্লিউ মেইন ইভেন্ট | মন্টগোমেরি, এলাবামা | ১ | ৫৪ | ১০ নভেম্বর, ১৯৯১-এ (দেরীতে) সম্প্রচারিত। | |
— | ১ ডিসেম্বর ১৯৯১ | — | — |
সমন্বিত ধারক
সম্পাদনাপেশাদার কুস্তিগির
সম্পাদনা¤ | শিরোপা ধারণের সঠিক দৈর্ঘ্য অনিশ্চিত; সম্মিলিত দৈর্ঘ্য সঠিক নাও হতে পারে |
র্যাংক | কুস্তিগির | শিরোপা ধারণ সংখ্যা |
সম্মিলিত দিন |
---|---|---|---|
১ | রিকি মর্টন | ২ | ১৬০¤ |
টমি রিচ | ২ | ১৬০¤ | |
৩ | জাংকইয়ার্ড ডগ | ১ | ১০৬ |
৪ | ম্যাট অসবোর্ন | ১ | ৬৪ |
ডাস্টিন রোডস | ১ | ৬৪ | |
গোলডাস্ট | ১ | ৬৪ | |
৭ | ব্র্যাড আরমস্ট্রং (কুস্তিগির ) | ১ | ৬৩ |
জিমি গারভিন | ১ | ৬৩ | |
মাইকেল হায়েস (wrestler) | ১ | ৬৩ | |
১০ | টেরি টেইলর | ১ | ৫৪¤ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ Duncan, Royal and Gary Will (২০০৬)। Wrestling Title Histories (4th সংস্করণ)। Archeus Communications। আইএসবিএন 0-9698161-5-4। Information also available at Solie's Title Histories.