ডাব্লিউডাব্লিউই মানি ইন দ্য ব্যাংক
মানি ইন দ্য ব্যাংক হলো পেশাদারি কুস্তির পে-পার-ভিউ ইভেন্ট। যেটি ডাব্লিউডাব্লিউই কর্তৃক প্রতিবছর আয়োজিত হয়। এই ইভেন্টি সর্বপ্রথম রেসলম্যানিয়া ২১ ২০০৫ সালে অনুষ্ঠিত হয়। এটি ২০১০ সালে পে-পার-ভিউ ইভেন্ট হিসেবে অভিষেক ঘটায়।
মানি ইন দ্য ব্যাংক | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠাতা | ক্রিস জেরিকো[১] |
প্রচারণা(সমূহ) | ডাব্লিউডাব্লিউই |
ব্র্যান্ড(সমূহ) | র (২০১০–২০১১, ২০১৮–বর্তমান) স্ম্যাকডাউন (২০১০–২০১১, ২০১৭–বর্তমান) |
প্রথম আয়োজন | মানি ইন দ্য ব্যাংক (২০১০) |
বিশেষায়িত ম্যাচ | মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ |
ধারণাসম্পাদনা
"মানি ইন দ্য ব্যাংক" পে-পার-ভিউ মূলত একটি ল্যাডার ম্যাচ ঘিরে হয়ে থাকে। ম্যাচটি একটি চুক্তির জন্য হয়ে থাকে যেটি দ্বারা বিজয়ী যেকোনো সময় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপের জন্য চুক্তিটি জমা দিয়ে উক্ত চ্যাম্পিয়নশীপ ম্যাচ খেলতে পারবে। এই চুক্তিটি চুক্তিটি জয়ের রাত থেকে পরবর্তী বছরের ইভেন্টে পর্যন্ত যেকোনো সময়ই জমা দেয়া যায়। যদি এক বছরের মধ্যে চুক্তি জমা না দেওয়া হয় তবে চুক্তিটি বাতিল বলে ঘোষিত হবে, যদিও এখনো তেমন কোনো ঘটনা ঘটেনি।
সময় এবং স্থানসম্পাদনা
স্ম্যাকডাউন ব্র্যান্ডের ইভেন্ট |
- ↑ জেমস এলসর্থ ব্রিফকেসটি কারমেলার জন্য খুলে দেয়। পরে চুক্তিটি সে খালি করতে বাধ্য হয়। জুন ২৭ "স্ম্যাকডাউন" এর এপিসোডে এর রিম্যাচে কারমেলা আবার চুক্তিটি জিতে।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Laboon, Jeff (জুন ১০, ২০১৮)। "The complete history of the Money in the Bank contract"। WWE। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০২০।
- ↑ ক খ Cutting, Devin (২০১৩-০৪-০৪)। "WWE Money in the Bank Tickets"। wwe.com। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৩।
- ↑ Center, Scottrade। "WWE Money in the Bank | Scottrade Center"। www.scottradecenter.com (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২০।
- ↑ "Money in the Bank 2017 tickets available now"। WWE। ফেব্রুয়ারি ১৩, ২০১৭। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৩, ২০১৭।
- ↑ Arena, Allstate। "WWE Money in the Bank | Allstate Arena"। www.rosemont.com/allstate/ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ মার্চ ৫, ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "WWE Money in the Bank 2018 tickets available this Friday"। WWE। মার্চ ৫, ২০১৮। সংগ্রহের তারিখ মার্চ ৫, ২০১৮।