ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু (কমিক্স)

ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু ভারতীয় বাঙালি শিশুসাহিত্যিক কমিক্স শিল্পী শ্রী নারায়ণ দেবনাথের সৃষ্ট বিজ্ঞান ও কল্পবিজ্ঞানধর্মী একটি বাংলা কমিক।[১][২][৩][৪]

বিবরন সম্পাদনা

খাঁদু ৮ থেকে ১০বছর বয়সী একজন ডানপিটে ছেলে। তার এক বিজ্ঞানী দাদু সে নানান সময়ে নানান জিনিস আবিষ্কার করে থাকেন, সেই আবিষ্কৃত জিনিসগুলি দিয়ে খাঁদু তার বন্ধুদের জ্বালাতন করে।

চরিত্রসমূহ সম্পাদনা

  • খাঁদু
  • খাঁদুর বিজ্ঞানী দাদু
  • ঘেঁনো – খাঁদুর বন্ধু

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফোন নয়, বাচ্চার মুঠোয় থাক টিনটিন-নন্টে-ফন্টেরা"eisamay.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০২ 
  2. "Narayan Debnath Passed Away : প্রয়াত বাংলা কমিকসের স্রষ্টা নারায়ণ দেবনাথ"Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০২ 
  3. "চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, অতি সংকটজনক নারায়ণ দেবনাথ, রয়েছেন ভেন্টিলেশনে"Hindustantimes Bangla। ২০২২-০১-১৭। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০২ 
  4. "Narayan Debnath's comic world was rich, but stuck in stereotype and slapstick"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-২৪। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০২