ডাকঘর (হিন্দি চলচ্চিত্র)

১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র

ডাকঘর হল ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক অবলম্বনে নির্মিত।[] ছবিটি পরিচালনা করেছিলেন জুল বেল্লানি। এতে অভিনয় করেন সচিন, মুকরি, একে হাঙ্গাল, সুধা ও সত্যেন কাপ্পু। এই ছবিতে বলরাজ সাহানিশর্মিলা ঠাকুরের ক্যামিও উপস্থিতিও লক্ষনীয়।[]

ডাকঘর
পরিচালকজুল বেল্লানি
প্রযোজকচিল্ড্রেন’স ফিল্ম সোসাইটি
রচয়িতারবীন্দ্রনাথ ঠাকুর (ডাকঘর নাটক)
শ্রেষ্ঠাংশেবলরাজ সাহানি
মুকরি
সচিন
সুরকারমদন মোহন (সুরকার)
কইফি আজমি (গীতিকার)
মুক্তি১৯৬৫
স্থিতিকাল৬০ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

প্রেক্ষাপট

সম্পাদনা

১৯১২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নাটকটি রচনা করেন। ডব্লিউ. বি. ইয়েটস এই নাটকের ইংরেজি অনুবাদটি প্রকাশ করেন এবং সেই অনুবাদের একটি মুখবন্ধ লিখে দেন।[] নাটকটি স্প্যানিশফরাসি ভাষাতেও অনুদিত হয়েছিল। ১৯১৩ সালে লন্ডনে আইরিশ থিয়েটার এটি প্রথম ইংরেজিতে মঞ্চস্থ করে। রবীন্দ্রনাথ নিজে এই সময় দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। ১৯১৭ সালে কলকাতায় মূল বাংলা নাটকটি মঞ্চস্থ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির কনসেনট্রেশন ক্যাম্পগুলিতেও নাটকটি সফলভাবে মঞ্চস্থ হয়েছিল।[] ওয়ারশ ঘেটোতে জানুজ কোরজ্যাকের নির্দেশনায় এই নাটকের একটি পোলিশ সংস্করণ মঞ্চস্থ হয়েছিল।[]

কাহিনি

সম্পাদনা

অমল নামে একটি ছোটো ছেলে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। স্থানীয় বৈদ্যের নির্দেশে তাকে ঘরে আবদ্ধ থাকতে হয়। সে জানলায় বসে পথযাত্রী গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আর তারপর সেই কথাগুলি নিয়ে দিবাস্বপ্ন দেখে। একদিন এক চৌকিদার তাকে বলে তার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তার একধারে রাজা একটি ডাকঘর বসিয়েছেন। অমল তখন স্বপ্ন দেখতে শুরু করে, সে পাহাড় পেরিয়ে রাজার সঙ্গে দেখা করতে যাবে এবং চিঠি পাবে বা সব জায়গায় চিঠি বিলি করবে।[]

কুশীলব

সম্পাদনা

সাউন্ডট্র্যাক

সম্পাদনা
  • ঝন ঝন বাজে ইকতারা, রাজা কা ম্যাই হরকারা .... সুষমা শ্রেষ্ঠা
  • খেলি হু বাহারোঁ মে, বাহারোঁ মে, বাহারোঁ মে পালি হু হু ....
  • কিউ রোজ আকেলা জাতা হ্যায় আয়ে সুরজ লে চল সাথ মুঝে .... ভুপিন্দর
  • তাজা দহি লে লো তাজা দহি, তাজা দহি লে লো .... শ্যাম বাসবানি
  • ইয়ে ভোর জাহাঁ সে আতি হ্যায়, কোই মুঝকো ওহাঁ পহুঁচা দেতা ভুপিন্দর

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dak Ghar"। IMDB। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৫ 
  2. "Dak Ghar (1966)"। Memsaab Story। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৫ 
  3. Yeats, William Butler (১৯৮৯)। Prefaces and introductions: uncollected prefaces and introductions by Yeats to works by other authors and to anthologies edited by Yeats। Simon & Schuster। পৃষ্ঠা 311। 
  4. "Tagore for today"The Hindu। আগস্ট ৩০, ২০১২। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. Dutta, Krishna; Robinson, Andrew, সম্পাদকগণ (১৯৯৮)। Rabindranath Tagore: an anthology। Macmillan। পৃষ্ঠা 21–50। 

বহিঃসংযোগ

সম্পাদনা