ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া

বাংলাদেশের ঝিনাইদহের কলেজ

ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া বাংলাদেশের একটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অন্তর্গত কাটগড়া বাওড়ের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত[১][২][৩]

ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া
ধরনবেসরকারি (এমপিও ভুক্ত)
স্থাপিত১৯৯৯
অধ্যক্ষবলাই চন্দ্র পাল
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৪০+
শিক্ষার্থী১২০০+
ঠিকানা
শ্যামনগর (ব্যাপারীপাড়া), মহেশপুর, ঝিনাইদহ
,
খুলনা
,
৭৩৪০
,
বাংলাদেশ
সংক্ষিপ্ত নামডাঃ সা.ই.ডি.ক.ক
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠা সম্পাদনা

ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া (অধুনা কাটগড়া কলেজ) ১৯৯৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই কলেজটি অত্র এলাকায় বেশ সুনাম অর্জন করেছে। কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের জামাতা সাজ্জাতুয জুম্মা চৌধুরী। ২০০২ সালে তৎকালীন ঝিনাইদহ-৩ আসনের বিএনপি সমর্থিত এমপি শহীদুল ইসলামের বিরোধিতা ও ভুল অভিযোগে হাইকোর্টে মামলার কারণে কলেজটির এমপিও বাতিল হয়ে যায়।[তথ্যসূত্র প্রয়োজন] প্রায় ৮ বছর কলেজটির শিক্ষক-কর্মচারীরা বিনা পারিশ্রমিকে কলেজটি পরিচালনা করে গেছেন। অবশেষে অভিযোগটি ভুল প্রমাণিত হওয়ায় ২০১০ সালে পুনরায় কলেজটির এমপিও ফিরিয়ে দেওয়া হয়।

নাম পরিবর্তন সম্পাদনা

শুরুতে কলেজটির নাম ছিলো কাটগড়া কলেজ। পরবর্তীতে ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি চিকিৎসক সাইফুল ইসলামের বিনিয়োগের কারণে তার নামানুসারে কলেজটির নাম পরিবর্তন করে ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া রাখা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dainikshiksha। "মহেশপুরে এ প্লাস পেয়েছে ৭৩ জন - Dainikshiksha"Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৫ 
  2. "মহেশপুর উপজেলা"moheshpur.jhenaidah.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৫ 
  3. "ঝিনাইদহ জেলার সংক্ষিপ্ত ইতিহাস - Superintendent of police, Jhenaidah"jhenaidah.police.gov.bd। ২০২২-০৬-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৫