ডলুরা-বালাট সীমান্ত হাট
দ্বিতীয় বাংলাদেশ-ভারত মৈত্রী সীমান্ত হাট
ডলুরা-বালাট সীমান্ত হাট হচ্ছে দ্বিতীয় বাংলাদেশ-ভারত মৈত্রী সীমান্ত হাট যা ২০১২ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্তবর্তী ডলুরা এলাকায় এবং ভারতের মেঘালয়ের বালাট সীমান্তে চালু হয়।[১][২][৩][৪]
বিনিময় ও হাট ব্যবস্থাপনাসম্পাদনা
সপ্তাহে প্রতি মঙ্গলবার বিজিবি ও বিএসএফ সুরক্ষা বলয়ে হাট বসে এবং প্রতিজন ২০০ ডলার সমমূল্যের শুল্কমুক্ত সওদা করতে পারে।[৫] হাটে বাংলাদেশী টাকা ও ভারতীয় রুপি উভয় মুদ্রায় পণ্য বেচা-কেনা হয়।[৬]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "চালু হলো ডলুরা সীমান্ত হাট"। সমকাল। ঢাকা, বাংলাদেশ। ২৬ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ মে ৩০, ২০২২।
- ↑ "ব্যতিক্রমী এক বাজার বর্ডার হাট"। জাগোনিউজ২৪.কম। ঢাকা, বাংলাদেশ। ২৯ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- ↑ "দেখে আসুন কসবা সীমান্ত হাট"। প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ৭ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- ↑ "সীমান্ত হাটের আনুষ্ঠানিক উদ্বোধন"। ওয়ালিউর রহমান মিরাজ, বিবিসি বাংলা। ঢাকা, বাংলাদেশ। ২৩ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২।
- ↑ "চালু হলো ডলুরা সীমান্ত হাট"। সমকাল। ঢাকা, বাংলাদেশ। ২৬ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- ↑ "কুড়িগ্রামে সীমান্ত হাট বসবে সপ্তাহে দু'দিন"। সময় নিউজ। ঢাকা, বাংলাদেশ। ১৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২।