ডবকা বর্তমান আসামের মধ্য অংশে অবস্থিত প্রাচীন ভারতের একটি রাজ্য।[১] ডবকার নাম ৪র্থ শতকের সমুদ্রগুপ্তর সময় এলাহাবাদ শিলালিপিতে পাওয়া যায় যেখানে একে গুপ্ত সাম্রাজ্যের পাঁচটি সীমান্ত রাজ্যের একটি বলা হয়েছে। লিউ শ্বং রাজবংশর শ্বুং-শ্বু ইতিহাসে রাজ্যটির নাম কপিলী বলা আছে (এখনকার একটি নদীর নাম)। কামরূপী ভাষাতে লেখা গাছতলা শিলালিপিতেও এর উল্লেখ আছে।[২][ভাল উৎস প্রয়োজন] এন কে ভট্টাচার্য ডবকা রাজ্য এখনকার নগাঁও জেলা অঞ্চল বলে অনুমান করেছেন। কপিলী নদী-কলং নদীর উপত্যকার সাথে এই রাজ্য সংযুক্ত ছিলেন।[৩][৪]

ডবকা রাজ্য

??–আনুমানিক ৬ষ্ঠ শতক
রাজধানীঅজ্ঞাত
ঐতিহাসিক যুগদ্রুপদী কাল
• প্রতিষ্ঠা
??
• বিলুপ্ত
আনুমানিক ৬ষ্ঠ শতক
বর্তমানে যার অংশ India

ইতিহাস সম্পাদনা

সমুদ্রগুপ্তের এলাহাবাদ শিলালিপিতে কামরূপ রাজ্যের সাথে ৪র্থ শতকের ডবকারো উল্লেখ সীমান্তবর্তী রাজ্য হিসাবে করা হয়েছে। কনকলাল বরুয়ার (১৯৩৩) মতে ডবকা একটি খিলঞ্জীয়া অষ্ট্রিক-দ্রাবিড়িয় রাজ্য ছিল যাকে পরে ৬ষ্ঠ বা ৭ম শতকে কামরূপ জুড়ে নেয়।[৫][ভাল উৎস প্রয়োজন] কিন্তু পরের ইতিহাসবিদ বি এন পুরী (১৯৬৮) এবং পি সি চৌধুরীর (১৯৫৯) মতে তার আগেই পঞ্চম শতকের আগেভাগে কল্যাণ বর্মার রাজত্বকালে (৪২২-২২৬) ডবকা কামরূপের অন্তর্ভুক্ত হয়েছিল। (422-446).[৬][৭][৮]

এর রাজধানী কপিলী নদীর কাছে ছিল। ৪২৮ খ্রীষ্টাব্দে ডবকা রাজা চীন দেশে একজন দূত পাঠিয়েছিলেন যাকে চীনা উৎসে Yuegnai বা Yu Chai বলা হয়।[৯]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Suresh Kant Sharma, Usha Sharma (2005), Discovery of North-East India: Geography, History, Culture, ..., Davaka (Nowgong) and Kamarupa as separate and submissive friendly kingdoms
  2. Indian History Congress (2002), Proceedings - Indian History Congress - Volume 62, p. 136 identified with the Davaka region of Nagaon district of Assam, the location of which, can be confirmed by the Gachtal stone pillar inscription.6 The Allahabad stone pillar inscription of Samudragupta mentions Davaka along with Samatata
  3. (Mookerji 1973, পৃ. 24)
  4. (Dutta 208:53)
  5. Kanak Lal Barua (1933), Early history of Kāmarupa], Page 47 "in the sixth or the seventh century this kingdom of Davaka was absorbed by Kamarupa."
  6. "As regards the eastern limits of the kingdom, Davaka was absorbed within Kamarupa under Kalyanavarman and the outlying regions were brought under subjugation by Mahendravarman." (Choudhury 1959, পৃ. 47)
  7. "It is presumed that (Kalyana Varman) conquered Davaka, incorporating it within the kingdom of Kamarupa" (Puri 1968, পৃ. 11)
  8. In the middle of the 6th century A.D. the Davaka kingdom had been annexed into the kingdom of Kamarupa and probably it was turned into a visaya (district) under the administration of Kamarupa making Davaka its headquarters
  9. Indian History Congress (2002), Proceedings - Indian History Congress - Volume 62, p.138 Davaka region into the Kamarupa kingdom. Besides these, the Chinese source clearly mentioned that the mission was sent by a king called Yueh-ai of the Kapili state whose capital city lies close to the Heng-ho or Ka- pi-li-ho river.

গ্রন্থপঞ্জী সম্পাদনা

  • Choudhury, P. C. (১৯৫৯)। The History of Civilization of the People of Assam to the Twelfth Century AD। Department of History and Antiquarian Studies, Gauhati, Assam।