ডক্টর স্ট্রেঞ্জলাভ

ড. স্ট্রেঞ্জলাভ অর: হাউ আই লার্নড টু স্টপ ওরিয়িং অ্যান্ড লাভ দ্য বম (ইংরেজি ভাষা: Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb) মার্কিন-সোভিয়েত স্নায়ু যুদ্ধের ওপর নির্মিত স্ট্যানলি কুবরিক পরিচালিত একটি চলচ্চিত্র, যা ১৯৬৪ সালে মুক্তি পায়। চলচ্চিত্র সমালোচক রজার ইবার্টের মতে এটি বিংশ শতাব্দীর সেরা রাজনৈতিক বিদ্রুপাত্মক চলচ্চিত্র।

ডক্টর স্ট্রেঞ্জলাভ
অর: হাউ আই লার্নড টু স্টপ ওয়ারিং অ্যান্ড লাভ দ্য বম
ডিভিডি কাভারের ছবি
পরিচালকস্ট্যানলি কুবরিক
প্রযোজকস্ট্যানলি কুবরিক
রচয়িতাটেরি সাউদার্ন
স্ট্যানলি কুবরিক
উৎসপিটার জর্জ কর্তৃক 
রেড অ্যালার্ট
সুরকারলরি জনসন
চিত্রগ্রাহকগিলবার্ট টেলর
সম্পাদকঅ্যান্থনি হার্ভি
প্রযোজনা
কোম্পানি
পরিবেশককলম্বিয়া পিকচার্স
মুক্তি২৯শে জানুয়ারি, ১৯৬৪
স্থিতিকাল৯৪ মিনিট[]
দেশ
  • যুক্তরাজ্য[]
  • যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১.৮ মিলিয়ন[]
আয়$৯.৪ মিলিয়ন (উত্তর আমেরিকা)[]

কুশীলব

সম্পাদনা
গ্রুপ ক্যাপ্টেন লিওনেল ম্যানড্রেক, ব্রিটিশ আরএএফ এক্সচেঞ্জ অফিসার
প্রেসিডেন্ট মের্কিন মাফলি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
ডক্টর স্ট্রেঞ্জলাভ, হুইলচেয়ারওয়ালা পারমাণবিক যুদ্ধ বিশেষজ্ঞ ও প্রাক্তন নাৎসি
  • জর্জ সি. স্কট - জেনারেল বাক টার্জিডসন
  • স্টার্লিং হেইডেন - ব্রিগেডিয়ার জেনারেল জ্যাক ডি. রিপার
  • কিনান উইন - কর্নেল ব্যাট গুয়ানো
  • স্লিম পিকেন্স - মেজর টি. জে. "কিং" কং
  • পিটার বুল - সোভিয়েত অ্যাম্বাসেডর আলেক্সেই দি সাদিস্কি
  • জেমস আর্ল জোন্স - লেফটেন্যান্ট লোথার জগ
  • ট্রেসি রিড - মিস স্কট, জেনারেল টার্জিডসনের অফিস সহকারী ও স্ত্রী।
  • শেন রিমার - ক্যাপ্টেন এইস ওয়েন্স

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dr. Strangelove" (ইংরেজি ভাষায়)। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৭ 
  2. "Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb (1963)" (ইংরেজি ভাষায়)। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ১৫ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৭ 
  3. "Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb (1964)" (ইংরেজি ভাষায়)। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা