ট্রায়োড (ইংরেজি: Triode) এমন এক প্রকারের ইলেকট্রনিক বিবর্ধক যার তিনটি ইলেকট্রোড থাকে। সাধারণতঃ ট্রায়োড বলতে ভ্যাকুয়াম টিউব ট্রায়োডকেই বোঝায়। ট্রায়োড হচ্ছে প্রথম ইলেকট্রনিক বিবর্ধক - ডায়োড নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সময়ে লি ডি ফরেষ্ট ১৯০৬ সালে ট্রায়োড আবিষ্কার করেন[১]ইংরেজি ট্রায়োড শব্দটি এসেছে গ্রীক শব্দ τρίοδος (tríodos) থেকে যার দুটি অংশ - tri- মানে তিন এবং hodós মানে পথ।

ট্রায়োড
একটি ভ্যাকুয়াম টিউব ট্রায়োডের বিভিন্ন অংশ

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Robert Boylestad and Louis Nashelsky (১৯৯৬)। Electronic Devices and Circuit Theory, 7th Edition। Prentice Hall College Division। পৃষ্ঠা 112। আইএসবিএন 978-0133757347 

বহিঃসংযোগ সম্পাদনা