টেমপ্লেট আলোচনা:প্রভাল-শ্রেণী

প্রভাল প্রচলিত শব্দ কি? আমি তো পড়ে মানেই বুঝতে পারি নি। কোন better alternative কি পাওয়া যায়? (চলিত ভাষায় বললে A= খুব ভাল B= বেশ ভাল! What about A= উত্তম B=মধ্যম?)user:Dr.saptarshi?

আমিও বুঝতে পারছি না প্রভাল মানে কী বোঝানো হচ্ছে। হুবুহু আভিধানিক অনুবাদ না করে ভাবানুবাদ করার জন্য সপ্তর্ষী ভাইয়ের পরামর্শে সমর্থন জানাচ্ছি। --রাগিব (আলাপ | অবদান) ২৩:০৫, ৭ নভেম্বর ২০০৮ (UTC)
সপ্তর্ষিদা আর রাগিব ভাইকে সমর্থন করছি। বরং উত্তম-মধ্যম চলতে পারে!:-) --অর্ণব দত্ত ০১:০৬, ৮ নভেম্বর ২০০৮ (UTC)

মতামত দিন সম্পাদনা

আমি নিজের মতই করেছি পুরো ব্যাপারাটা, অনুবাদের ব্যাপারে সকলের মতটা অবশ্যই প্রয়োজন... আমি যা সংক্ষিপ্ত করেছি...।

২য়
    • C বা প (পরিস্করণ)- পরিস্করণ.{{C-Class}},style="background: #ffff66; text-align: center;" | clean up এর ভাল পরিভাষা কোনটা হলে ভালো হয়?সপ্তর্ষী, অর্ণব, রাগিব , সবাই সাহায্য করলে ভালো হয়।
    • Start বা প্রাথমিক - যে নিবন্ধটি প্রাথমিক ভাবে শুরু এমন নিবন্ধের থেকে কিছু ভালো, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার বাকি আছে।{{Start-Class}}style="background: #ffaa66; text-align: center;" | প্রাথমিক
    • Stub বা শুরু - মূলত প্রাথমিক ভাবে শুরু এমন নিবন্ধ। {{Stub-Class}}style="background: #ff6666; text-align: center;" | অসম্পূর্ণ
    • NA - যে নিবন্ধটি গুণমান এখনও মূল্যায়িত হয়নি।
  • গুরুত্ব
    • top=সর্বোচ্চ গুরুত্বপূর্ণ better alternative থাকলে ভালই হয়...।
    • high=উচ্চ-গুরুত্বপূর্ণ
    • mid=মধ্য-গুরুত্বপূর্ণ
    • low=কম-গুরুত্বপূর্ণ

আমি সবার মতামত চাইছি...।জয়ন্ত ০৫:৫৬, ৮ নভেম্বর ২০০৮ (UTC)

সবকিছু ঠিকই তো আছে বলে মনে হচ্ছে। সুন্দর উদ্যোগ। চালিয়ে যান। clean-up-এর জন্য পরিস্করণ পরিভাষাটা মন্দ না। "ত্রুটি দূরীকরণ" কেমন লাগে? --অর্ণব (আলাপ | অবদান) ১৩:৫১, ২৬ ডিসেম্বর ২০০৮ (UTC)
সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এর পরিবর্তে সর্বোচ্চ এর পরিবর্তে অতি ব্যবহার করা যেতে পারেন। stub নিবন্ধকে আমরা আগে থেকেই অসম্পূর্ণ বলি, সুতরাং অসম্পূর্ণই ব্যবহার করা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৩৭, ২৭ ডিসেম্বর ২০০৮ (UTC)
অসম্পূর্ণর ব্যাপারে বেলায়েত ভাইয়ের সঙ্গে একমত। পরিষ্করণ (=? পরিস্করণ), ত্রুটি দূরীকরণ দুটোই চলতে পারে, আরো ভাবলে মার্জন, মার্জনা, পরিমার্জনা (refinement), পরিশীলন(ভদ্রসভ্য করা), সম্মার্জন (অর্থাৎ literally ঝাঁট দেওয়া, কারণ সম্মার্জনী মানে ঝাঁটা), সংশোধন, শোধন, পরিশোধন, শুদ্ধীকরণ,মা্নোন্নয়ন, উন্নয়ন, সংস্কার, ধৌতিকরণ, পঙ্কোদ্ধার ইত্যদি নানা শব্দ মনে আসছে। গোছানোর শুদ্ধ শব্দ কি পরিচ্ছন্ন? পরিচ্ছন্ন করাকে এক কথায় কি বলা যায়? পালিশ-এর শুদ্ধ বাংলা কিছু আছে? --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০২:০১, ৭ জুন ২০০৯ (UTC)
পরিষ্করণ, পরিমার্জনা, পরিশোধন এইকটি সবচেয়ে উপযুক্ত মনে হচ্ছে সবই প দিয়ে শুরু। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:৪৯, ৭ জুন ২০০৯ (UTC)
আপনার বাংলায় stock of word দেখে অবাক হচ্ছি। যাক আপাতত আমার মনে হচ্ছে পরিষ্করণটাই গ্রহন করি, অন্যগুলো পুনর্নির্দেশ করা যাবে, কি বলেন?ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৮:৫৯, ৭ জুন ২০০৯ (UTC)
ঠিক আছে পরিষ্করণই শুরু করে দিন। একটা পরিভাষাই যথেষ্ট, পুনর্নির্দেশনার আর কী প্রয়োজন? আর গুরুত্ব বিভাগের সময় ~-"পূর্ণ" বাদ দিলে কেমন শোনায়? সর্বোচ্চ-গুরুত্ব, উচ্চ-গুরুত্ব, মধ্য-গুরুত্ব, নিম্ন-গুরুত্ব--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১১:২৭, ৭ জুন ২০০৯ (UTC)

আসলে নিচের টেমপ্লেট টা ব্যবহার করলে যা হবে আমি করেছি সেখানে -"পূর্ণ" কথা না দিলে কেমন যেন খাপছাড়া শোনাচ্ছে।

{{উইকিপ্রকল্প জীবনী
|শ্রেণী=অসম্পূর্ণ  
|গুরুত্ব=সর্বোচ্চ
|মনযোগ=yes
|জীবিত=yes
|বাংলা=yes
}}
উইকিপ্রকল্প জীবনী (মূল্যায়ন - মান অসম্পূর্ণ, গুরুত্ব সর্বোচ্চ)
 এই টেমপ্লেটটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
  অমূল্যায়িত  এই টেমপ্লেটটির প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়নের প্রয়োজন নেই।
 সর্বোচ্চ  এই টেমপ্লেটটি গুরুত্বের মাপনী অনুযায়ী সর্বোচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১১:৪২, ৭ জুন ২০০৯ (UTC)

"প্রভাল-শ্রেণী" পাতায় ফেরত যান।