টেমপ্লেট আলোচনা:দিনে বয়স

সাম্প্রতিক মন্তব্য: Aftabuzzaman কর্তৃক ৮ বছর পূর্বে "অনুবাদ" অনুচ্ছেদে

টেমপ্লেট ফল বাংলায় আসছে না সম্পাদনা

এই টেমপ্লেটের মধ্যে দেখলাম এটি বাংলায় করার প্রয়োজন নেই বলা হয়েছে। কেন তা বুঝলাম না। টেমপ্লেট ত্রুটির বিষয়টি স্পষ্ট হল না (bug জাতীয় সমস্যা থাকলে সংশোধন করার চেষ্টা করা যেতে পারে)। সেটা বুঝিয়ে দিলে বাধিত থাকব। Pasaban (আলাপ) ০৯:১৯, ১০ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

এই টেমপ্লেটটি আরও অনেকগুলি টেমপ্লেটে ব্যবহৃত হয়েছে। মিডিয়াউইকি সফটওয়্যারের একটা সমস্যা হচ্ছে সেটি বাংলা গণনা করতে পারেন না। এখন এই টেমপ্লেটটি বাংলা করলে এটি যেখানে ব্যবহৃত হয়েছে সেখানে বাংলায় ফলাফল দিবে। আর গণনা কোডে বাংলা সংখ্যা আসলে তা ত্রুটি দেখাবে। এই টেমপ্লেটটি বাংলা করে ও এটি অন্তর্ভুক্ত আছে এমন টেমপ্লেট খুঁজে বের করে তা ঠিক করা খুব সময় সাপেক্ষ্য ও কষ্টসাধ্য ব্যপার। আর এই টেমপ্লেটটি সরাসরি কোন নিবন্ধে ব্যবহার করা হয়নি। তাই এত ঝামেলায় না যেয়ে এটিকে ইংরেজিতে রেখেছি। --আফতাব (আলাপ) ১৬:৩০, ১০ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ সম্পাদনা

সম্প্রতি আমি লক্ষ্য করলাম এই টেম্পলেটটি বাংলায় কনভার্ট হচ্ছেনা। এটা কনভার্ট করা হলে ভাল্প হত।

{{age in days|month1=8|day1=4|year1=2007}}

result:


৬১০২

কিন্তু বাংলায় হচ্ছেনা। Sethtalk ০৫:৪৪, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

এই মূহুর্তে বাংলায় রুপান্তর সম্ভব নয়। এই টেমপ্লেট অন্য অনেকগুলি গণনা টেমপ্লেটে ব্যবহৃত হয়েছে। এখন এই টেমপ্লেটের ফলাফল বাংলা করতে গেলে সেই সব গণনা টেমপ্লেটে "এক্সপ্রেসন ত্রুটি" আসবে। আগে সেই সব টেমপ্লেটে ঠিক করতে হবে যাতে সেগুলি বাংলা বা ইংরেজি সে কোন সংখ্যায় কাজ করতে পারে, এরপর এই টেমপ্লেটের ফলাফল বাংলায় রুপান্তর করা যেতে পারে। --আফতাব (আলাপ) ১৭:৪৭, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"দিনে বয়স" পাতায় ফেরত যান।