টেমপ্লেট আলোচনা:তথ্যছক ভারতের নগর এলাকা

ভাল টেমপ্লেট জানেন এরকম কেউ এই টেমপ্লেট-এর একটা পরিবর্তন করতে পারবেন? state_nameএর সাথে আর একটা প্যারামিটার জুড়তে হবে state_name_english । তাতে করে এরকম হওয়া দরকার যে ম্যাপ নির্বাচনের সময় নতুন প্যারামিটার ব্যবহার হবে, আর পুরানো state_name প্যারামিটার (যা বাংলায় লেখা থাকবে) শুধু রাজ্যের নাম দেখানোর কাজে ব্যবহার হবে । এতে কি হবে? - সব শহরের মানচিত্র থাকবে রাজ্যের মানচিত্রর উপর (যেমন কলকাতা), কিরকম পরিবর্তন হবে দেখতে চাইলে চেন্নাই-এর পাতায় state_name ইংরেজিতে লিখে প্রাক্‌দর্শন করুন।--GDibyendu ১৭:৩২, ২৭ জানুয়ারি ২০০৯ (UTC)

ভীষন দরকারি কথা বলেছেন। রাজ্যের নামটা কিছুতেই বাংলায় দেখা যাচ্ছে না। আমি চেষ্টা করছিলাম। পারিনি। মনে হয়, রাগিব ভাই সাহায্য করতে পারবেন।--অর্ণব দত্ত ১৮:১৮, ২৭ জানুয়ারি ২০০৯ (UTC)
আসলে state_name দিয়ে কোন রাজ্যের ম্যাপ বেস হবে সেটা ঠিক করছে, সেটা বাংলায় লিখলে ম্যাপ না পেয়ে ভারতের ম্যাপ দেখাবে। এই ম্যাপ খোঁজার কাজ প্রস্তাবিত state_name_english (ইংরেজিতে লেখা থাকবে, উদাহরণঃ state_name_english=West Bengal) প্যারামিটার দিয়ে করলে, আর রাজ্যের নাম দেখানোর কাজ বর্তমান state_name প্যারামিটার দিয়ে করলে (বাংলায় লেখা থাকবে, আর এটা অন্য কোন কাজে ব্যবহার হবে না), তখন ঠিক হয়ে যাবে। পরে metro প্যারামিটারেও এরকম করা যেতে পারে, তবে এক্ষুণি সেটা দরকার নেই।--GDibyendu ১৮:২৮, ২৭ জানুয়ারি ২০০৯ (UTC)

So, is this issue resolved? --রাগিব (আলাপ | অবদান) ২১:৩২, ২৮ জানুয়ারি ২০০৯ (UTC)

না সমস্যাটি মেটেনি। এই ব্যাপারে GDibyendu যে পরামর্শটি দিয়েছেন সেটি সম্পূর্ণ সঠিক। সেইভাবে প্যারামিটার না কি বললেন, সেইটে যোগ করে দিলে বাধিত হব।--অর্ণব দত্ত ০৫:১২, ২৯ জানুয়ারি ২০০৯ (UTC)
"তথ্যছক ভারতের নগর এলাকা" পাতায় ফেরত যান।