টেমপ্লেট আলোচনা:আরও তথ্যসূত্র প্রয়োজন
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "সম্পাদনার অনুরোধ, ৮ এপ্রিল ২০২২" অনুচ্ছেদে
এই পাতাটি আরও তথ্যসূত্র প্রয়োজন টেমপ্লেটের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
|
সুরক্ষিত সম্পাদনার অনুরোধ, ৫ ডিসেম্বর ২০১৫
সম্পাদনা{{edit protected}} প্রয়োজন বানান ভুল। প্রয়োজন হবে। শরীফ (আলাপ) ০৬:১৬, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- ঠিক করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:২৩, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ২১ মে ২০২০
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
Category:Articles needing additional references
- উপরের লাইনটা বাংলা করা দরকার
- — কুউ পুলক ✉ ১৩:৩৯, ২১ মে ২০২০ (ইউটিসি)
- @Kupulak: সুধী, মূল টেমপ্লেট পাতায় নিবন্ধের অতিরিক্ত তথ্যসূত্র প্রয়োজন নামে বিষয়শ্রেণীটি আছে। আপনি চাইলে টেমপ্লেট:সূত্র উন্নতি/নথি পাতায় গিয়ে পুরোটা অনুবাদ করতে পারেন। — রিয়াজ (আলাপ) ১৪:০৩, ২১ মে ২০২০ (ইউটিসি)
- @RiazACU: আপনাকে ধন্যবাদ — কুউ পুলক ✉ ১৪:৪৫, ২১ মে ২০২০ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ৯ নভেম্বর ২০২১ (রচনাশৈলী উন্নতিকরণ)
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
তথসূত্রবিহীন বিষয়বস্তুসমূহ পরিবর্তন করা হতে পারে এবং অপসারণ করাও হতে পারে। এর পরিবর্তে তথসূত্রবিহীন বিষয়বস্তুসমূহ পরিবর্তন কিংবা অপসারণ করা হতে পারে। এটা ব্যবহার করলে ভালো দেখায় — সজল রানা আলাপ ০৪:০০, ৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Sojol Rana: করেছি, এভাবে পুরো কোড কপি-পেস্ট করার প্রয়োজন নেই। কোন অংশে ঠিক করা দরকার সেটা বলে দিলেই হয়। অন্যথায়, বুঝতে অসুবিধা হয় আপনি আসলে কি ঠিক করতে বলছেন। রিয়াজ (আলাপ) ০৪:৩৪, ৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Riaz ধন্যবাদ, আমি ঠিক করে দিয়েছি।— সজল রানা আলাপ ০৪:৩৯, ৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ৯ নভেম্বর ২০২১
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
তথসূত্রবিহীন বানানটি ভূল, অনুগ্রকরে তথ্যসূত্রবিহীন কথাটি ব্যবহার করুন — সজল রানা আলাপ ০৪:৪১, ৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- করেছি রিয়াজ (আলাপ) ০৪:৪৩, ৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ৮ এপ্রিল ২০২২
সম্পাদনা{{সম্পাদনার অনুরোধ}}
'...করা হতে পারে।' পরে <br /><small>{{উৎস খুঁজুন প্রধান নামস্থান}}</small>
-এইটি লেখা হোক, এর ফলে উৎস খুঁজতে সুবিধা হয়। ধন্যবাদ ওহিদ (আলাপ) ১৪:২৬, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @ওহিদ: করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৪, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)