টেমপ্লেট:ভোট নয়
যদি আপনি কারও অনুরোধে কিংবা অন্যকোন ওয়েবসাইটে কোন বার্তা দেখতে পেয়ে এই পাতায় এসে থাকেন তবে অনুগ্রহ করে খেয়াল করুন, এটি কোন সংখ্যাগরিষ্ঠ ভোটাভুটি নয়, বরং এটি হল উইকিপিডিয়ার অবদানকারীদের মধ্যে একটি আলোচনা। উইকিপিডিয়ার কিছু নীতিমালা এবং নিয়মকানুন রয়েছে যার ভিত্তিতে অবদানকারীরা ঐকমত্যে পৌছানোর মাধ্যমে কোন সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, কেবল ভোট গণনার মাধ্যমে নয়।
আপনিও এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং এই পাতায় আপনার মতামতকে স্বাগত জানানো হচ্ছে। তবে অনুগ্রহ করে অন্যের মতামতের প্রতি আস্থা রাখুন এবং অবশ্যই এই পাতায় আপনার মতামত প্রদানের পর ~~~~ যোগের মাধ্যমে স্বাক্ষর করতে ভুলবেন না। টীকা: সন্দেহভাজন একটি-উদ্দেশ্য তৈরি অ্যাকাউন্টগুলিকে বা তদবিরকারী ব্যবহারকারীদের মন্তব্যকে ট্যাগ করতে{{subst:spa|ব্যবহারকারী নাম}} বা {{subst:canvassed|ব্যবহারকারী নাম}} ব্যবহার করা যেতে পারে। |