টেকেন ২ অলিভার মেগাটন পরিচালিত ইংরেজি ভাষার ফ্রান্সের[৩][৪][৫] ২০১২ সালের একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এটি ২০০৮ সালের টেকেন ছবির সিকুয়্যাল। ছবিটিতে আভিনয় করেছেন লিয়াম নিসন, ম্যাগি গ্রেস, ফামকে জেনসেন ও রডি সেরবেডজিজা।[৭]

টেকেন ২
পেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
পরিচালকঅলিভার মেগাটন
প্রযোজকলাক বেসন
রচয়িতালাক বেসন
রবার্ট মার্ক কামেন
শ্রেষ্ঠাংশেলিয়াম নিসন
ম্যাগি গ্রেস
ফামকে জেনসেন
রাডি সেরবেডজিজা
সুরকারনাথানিয়াল মিচেলি
চিত্রগ্রাহকরোমেইন লোকারবাস
সম্পাদকক্যামিলি ডেলামারে
ভিনসেন্ট তাবাইলন
প্রযোজনা
কোম্পানি
ইউরোপাকর্প
গ্রিভ প্রোডাকসন্স
ক্যানেল+
মেট্রোপুল ৬
সিনে+
পরিবেশকইউরোপাকর্প ডিস্ট্রিবিউশন
(France)
২০তম সেঞ্চুরি ফক্স
(International)
মুক্তি৫ অক্টোবর, ২০১২ (আমেরিকা)
স্থিতিকাল৯১ মিনিট[১][২]
দেশফ্রান্স[৩][৪][৫]
ভাষাইংরেজি,(আলবেনিয়ান,ফ্রেহ্চ ও তুর্কি - কিছু অংশ)
নির্মাণব্যয়$৪৫ মিলিয়ন[২][৬]
আয়$৩৭৪,২৭৫,৮৩৬[২]

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

কাহিনী সম্পাদনা

আলবেনিয়ার পাহাড়ি অঞ্চলে কিছু লাশ কবর দেওয়ার সময় এক লোক প্রতিগ্গা করে যে তাদের হত্যা করেছে তাকে খুঁজে বের করে এই মাটিতে কবর দেবে। লসঅ্যান্জেলসে ব্রায়ান তার মেয়ে কিমকে ড্রাইভিং শেখানোর জন্যো তার সাবেক স্ত্রী লোনির বাড়িতে যায় কিন্তু গিয়ে শুনতে পারে কিম তার ছেলে বন্ধু জেমি কনরেডের সাথে আছে। এরপর ব্রায়ান জেমির বড়ি থেকে কিমকে নিয়ে আসে।

ব্রায়ান পেশাদার দ্বায়িত্ব পালন করেতে ইস্তাম্বুলে যায় লেনি ও কিমকে তার সাথে তিনদিন পর যোগ দিতে বলে। এদিকে আলবেনিয়ার লোকেরা তার অবস্থানের কথা জেনে ফেলে। ইস্তাম্বুলের এক হোটেল থেকে তারা ব্রায়ান ও লেনিকে অপহরণ করে। তাদের মেয়েকে ধরতেও লোক পাঠানো হয় কিন্তু ব্রায়ানের কথামত চলায় তারা তার মেয়েকে তুলে আনতে ব্যার্থ হয়। অপহরণকারী লোকটি ব্রায়ানকে বলে সে তার ছেলে মার্কোকে খুন করেছিল। কিন্তু মার্কোই এর আগে কিমকে অপহরণ করেছিল। এরপর কিমের সহয়তায় ব্রায়ান মুক্তি পায়। কিন্তু লেনি অপহারনকারীদের হাতে বন্দি থেকে যায়। ব্রায়ান ও কিম একটি গাড়ি নিয়ে ইস্তাম্বুলের আমেরিকান দূতাবাসে আসে ও কিমকে রেখে যায়। ব্রায়ান এরপর লেনিকে উদ্ধার করে ও অপহরণকারীদের হত্যা করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Taken 2"। British Board of Film Classification (BBFC)। ২০১২-০৯-১৪। 
  2. "Taken 2 (2012)"। Box Office Mojo। 
  3. French, Philip। "Taken 2 – review"The Guardian 
  4. Nesselson, Lisa (৭ সেপ্টেম্বর ২০১২)। "Taken 2"Screen International 
  5. Genzlinger, Neil (৪ অক্টোবর ২০১২)। "Taken 2 (2012)"The New York Times 
  6. Fritz, Ben (৪ অক্টোবর ২০১২)। "'Taken 2' shoots for a repeat of box office magic with Liam Neeson"Los Angeles Times। ৮ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৩ 
  7. Buchanan, Jason। "Taken 2"Allmovie। Rovi Corporation। 

বহিঃসংযোগ সম্পাদনা