টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

যখন একজন বোলার ধারাবাহিকভাবে তিনটি বল ছুড়ে তিনজন ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে আউট করার মাধ্যমে তিনটি উইকেট লাভ করেন, তখন ক্রিকেটের পরিভাষায় তা হ্যাট্রিক নামে পরিচিত। টুয়েন্টি২০ খেলায় এটি একটি অন্যতম সম্পর্কযুক্ত বিষয় কিন্তু বিরল ঘটনা হিসেবে বিবেচ্য। ১৭ই ফেব্রুয়ারি ২০০৫-এ সর্বপ্রথম সংঘঠিত হওয়া টুয়েন্টি২০ ম্যাচ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি হতে এখন পর্যন্ত ৬০০টি আন্তর্জাতিক টুয়েন্টি২০ ম্যাচের মধ্যে মাত্র ৫টি এমন ঘটনা ঘটেছে।[১] প্রথম টুয়েন্টি২০ হ্যাট-ট্রিকটি করেছিলেন ২০০৭-এ কেপ টাউনে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্রেট লি

হ্যাট্রিক সম্পাদনা

চাবি সম্পাদনা

এই রং বুঝায় বিশ্বকাপের কোন ম্যাচে হ্যাট্রিক নেওয়া হয়েছে
(ব) বোল্ড
(ক) ক্যাচ
(ক ব) ক্যাচ ও বোল্ড
(এলবিডব্লিউ) এল.বি.ডব্লিউ
(স্ট) স্টাম্পড
  উইকেট রক্ষক

টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা[১] সম্পাদনা

নং বোলার জন্য বিপক্ষে উইকেট মাঠ তারিখ স্কোরবোর্ড
১. ব্রেট লি   অস্ট্রেলিয়া   বাংলাদেশ কেপ টাউন ১৬ সেপ্টেম্বর ২০০৭ স্কোরকার্ড
২. জ্যাকব ওরাম   নিউজিল্যান্ড   শ্রীলঙ্কা কলম্বো (আরপিএম) ২ সেপ্টেম্বর ২০০৯ স্কোরকার্ড
৩. টিম সাউদি   নিউজিল্যান্ড   পাকিস্তান অ্যাকল্যান্ড ২৬ ডিসেম্বর ২০১০ স্কোরকার্ড
৪. থিসারা পেরেরা   শ্রীলঙ্কা   ভারত রাঞ্চি ১২ ফেব্রুয়ারি ২০১৬ স্কোরকার্ড
৫. লাসিথ মালিঙ্গা   শ্রীলঙ্কা   বাংলাদেশ কলম্বো (আরপিএম) ৬ এপ্রিল ২০১৭ স্কোরকার্ড

উৎস: ক্রিকইনফো। শেষ হালনাগাদ: ৬ এপ্রিল ২০১৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Records | Twenty20 Internationals | Bowling records | Hat-tricks | ESPN Cricinfo"Cricinfo। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৬