টি এম জোবায়ের
টি এম জোবায়ের বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর সাবেক মহাপরিচালক। এনএসআই হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান ও স্বাধীন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। [১][২][৩]
টি এম জোবায়ের | |
---|---|
আনুগত্য | ![]() |
সেবা/ | ![]() |
পদমর্যাদা | ![]() ![]() |
নেতৃত্বসমূহ | মহাপরিচালকঃ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) |
সামরিক জীবন
সম্পাদনা২০১১ সালে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন এবং হিজবুত তাহরীরকে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী সংস্থার মধ্যে সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন। [৪][৫]
২০১৮ সালের ৩১ জুলাই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক নিযুক্ত হন। তিনি মেজর জেনারেল মো. শামসুল হকের স্থলাভিষিক্ত হন। [৬][৭] দীর্ঘ ৬ বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ৩১ মার্চ তাকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করানো হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "RAB, NTMC chiefs contradict home minister"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯।
- ↑ BanglaNews24.com। "এনএসআই'র নতুন মহাপরিচালক জোবায়ের"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৮।
- ↑ ডটকম, জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর। "জেনারেল জোবায়ের এনএসআইর নতুন ডিজি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৮-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৮।
- ↑ "Extremist Spectre"। outlookindia.com/। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯।
- ↑ "Tahrir seen as biggest threat"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৭ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯।
- ↑ "এনএসআই'র নতুন ডিজি জোবায়ের"। জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৮।
- ↑ "Major General TM Jobayer named NSI Director General"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯।