টিনু আনন্দ

ভারতীয় অভিনেতা
(টিন্নু আনন্দ থেকে পুনর্নির্দেশিত)

টিনু আনন্দ (জন্ম: ১২ অক্টোবর ১৯৪৫) একজন ভারতীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং লেখক, যিনি প্রধানত হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। তিনি কয়েকটি তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম চলচ্চিত্রেও অভিনয় করেছেন।[]

টিনু আনন্দ
২০১১ সালে টিনু
জন্ম
বীরেন্দ্র রাজ আনন্দ

(1945-10-12) ১২ অক্টোবর ১৯৪৫ (বয়স ৭৮)
মাতৃশিক্ষায়তনমেয়ো কলেজ
পেশা
  • অভিনেতা
  • পরিচালক
  • প্রযোজক
  • লেখক
উল্লেখযোগ্য কর্ম
শাহেনশাহ
কালিয়া
সালার: পার্ট ওয়ান – সিজফায়ার
দাম্পত্য সঙ্গীশাহনাজ আনন্দ
সন্তান২ (ইশা আনন্দ ও দীক্ষা আনন্দ)
পিতা-মাতা
  • ইন্দ্র রাজ আনন্দ (পিতা)
আত্মীয়সিদ্ধার্থ আনন্দ (ভাতিজা)
আগা (শ্বশুর)
জালাল আগা (শ্যালক)

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

টিনু আনন্দ লেখক ইন্দ্র রাজ আনন্দের ছেলে, প্রযোজক বিট্টু আনন্দের ভাই এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দের চাচা।[] তিনি ভারতের মেয়ো কলেজে পড়াশোনা করেছিলেন। তিনি অভিনেতা আগার মেয়ে শাহনাজকে বিয়ে করেছেন।[]

কর্মজীবন

সম্পাদনা

টিনু আনন্দ কালিয়া (১৯৮১), শাহেনশাহ (১৯৮৮), ম্যায় আজাদ হুঁ (১৯৮৯), এক হিন্দুস্তানি (২০০৩) সহ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন।[][]

তিনি ৫ বছর সত্যজিৎ রায়ের সাথে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। সত্যজিতের সাথে তিনি গুপী গাইন বাঘা বাইন (১৯৬৯), অরণ্যের দিনরাত্রি (১৯৭০), প্রতিদ্বন্দ্বী (১৯৭০), সীমাবদ্ধ (১৯৭১) এবং অশনি সংকেত (১৯৭৩) চলচ্চিত্র সহ-পরিচালনা করেছেন।[]

এছাড়াও তিনি অগ্নিপথ (১৯৯০), খিলাড়ি (১৯৯২), সাথিয়া (২০০২), গজনী (২০০৮), দাবাং ২ (২০১২), সালার: পার্ট ওয়ান – সিজফায়ার (২০২৩) সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।[][]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
বছর চলচ্চিত্র টীকা
পরিচালক হিসেবে
১৯৭৯ দুনিয়া মেরি জেব মেঁ
১৯৮১ কালিয়া
১৯৮৪ ইয়ে ইশক নহি আসাঁ
১৯৮৮ শাহেনশাহ
১৯৮৯ ম্যায় আজাদ হুঁ
১৯৯১ জিনা তেরি গলি মেঁ
১৯৯৮ মেজর সাব
২০০৩ এক হিন্দুস্তানি
সহকারী পরিচালক হিসেবে
১৯৬৯ গুপী গাইন বাঘা বাইন
১৯৭০ অরণ্যের দিনরাত্রি
১৯৭০ প্রতিদ্বন্দ্বী
১৯৭১ সীমাবদ্ধ
১৯৭৩ অশনি সংকেত

অভিনেতা হিসেবে

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা টীকা
১৯৮৭ পুষ্পক নির্বাক
১৯৮৭ নায়কান তামিল
১৯৮৮ দয়াবান হিন্দি
১৯৯০ অগ্নিপথ নথু হিন্দি
১৯৯১ আদিত্য ৩৬৯ তেলুগু
১৯৯২ মেরে সজনা সাথ নিভানা দয়াল হিন্দি
১৯৯২ চমৎকার কুন্তা হিন্দি
১৯৯২ পুলিশ অফিসার রাম কিষাণ বর্মা হিন্দি
১৯৯২ খিলাড়ি হিন্দি
১৯৯৩ দামিনি মামা জি হিন্দি
১৯৯৩ কৃষাণ অবতার হিন্দি
১৯৯৩ চন্দ্রমুখী হিন্দি
১৯৯৪ আঞ্জাম মোহনলাল হিন্দি
১৯৯৪ স্টান্টম্যান হিন্দি
১৯৯৪ ক্রান্তিবীর হিন্দি
১৯৯৪ বোম্বে তামিল
১৯৯৫ রাম জানে হিন্দি
১৯৯৫ ত্রিমূর্তি হিন্দি
১৯৯৫ ইমারজেন্সি কন্নড়
১৯৯৫ ঘটোৎকচুদু তেলুগু
১৯৯৬ ঘাতক ইন্সপেক্টর হিন্দি
১৯৯৬ কৃষ্ণা কোবরা হিন্দি
১৯৯৬ মাসুম মামা হিন্দি
১৯৯৬ আর্মি পঞ্চম হিন্দি
১৯৯৬ পাপি গুড়িয়া হিন্দি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Salaar director Prashanth Neel asked Tinnu Anand to drop his 'Oxford English accent' during shoot: 'When I said it first…'"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৩ 
  2. "Siddharh Anand: I feel low only when I have fought with my wife"The Times of India। ২০১৪-১০-১২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৩ 
  3. "Farooque Shaikh was terrified of doctors, says Tinnu Anand"The Times of India। ২০১৫-০৩-২৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৩ 
  4. "Tinnu Anand Movies: Latest and Upcoming Films of Tinnu Anand| Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৩ 
  5. Ghosh, Devarsi (২০১৮-০৬-০৩)। "Tinnu Anand on 30 years of 'Shahenshah': 'A vigilante is everyone's dream'"Scroll.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৩ 
  6. "Working with Satyajit Ray Was One of the Joys of Producing Shatranj Ke Khiladi"। The Wire। জুলাই ২৮, ২০১৭। ১০ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৪ 
  7. "Tinnu Anand speaks about Amitabh Bachchan"m.rediff.com। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪ 
  8. "Tinnu Anand speaks about the difference he felt in Southern and Bollywood filmmaking"The Times of India। ২০২৪-০১-২২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা