টিএসবি ইউনিয়ন

খুলনা জেলার রূপসা উপজেলার একটি ইউনিয়ন

টিএসবি ইউনিয়ন বা তিলক স্বল্প বাহিরদিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১]

টিএসবি ইউনিয়ন
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
উপজেলারূপসা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তনসম্পাদনা

৪নং টি.এস.বি ইউনিয়নের গ্রামের সংখ্যা – ১১ টি। গ্রাম সমূহের নাম – কাজদিয়া, তালতলা, গোয়ালবাথান, গিলাতলা, তিলক, পাথরঘাটা, উত্তর খাজাডাংগা, দক্ষিন খাজাডাংগা, স্বল্পবাহিরদিয়া, পাচানী। উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম ভ্যান,টেম্পু,বাস,মোটরসাইকেল ইত্যাদি। এখানকার শিক্ষার হার – ৪৯%। ইউনিয়নে সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৭টি, বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৫ টি, মাদ্রাসা- ২টি।বর্তমান দায়িত্বরত চেয়ারম্যান –খান শাহজাহান কবীর প্যারিস।[২]

নদনদীসম্পাদনা

শিক্ষাপ্রতিষ্ঠানসম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়
  • কাজদিয়া কলেজিয়েট স্কুল
  • পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয়
  • কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়
  • কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়
  • হোম অব জয় বিদ্যালয়[৩]
মাদ্রাসা
  • খাদিজাতুল কুবরা (রা:) মহিলা মাদ্রাসা
  • রূপসা দারুচ্ছন্নাত দাখিল মাদ্রাসা
  • তিলক সিদ্দিকী-ই আকবর দাখিল মাদ্রাসা[৪]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "ইউনিয়ন সমূহ - রূপসা উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন" 
  2. "একনজরে টিএস বাহিরদিয়া ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮ 
  3. "কলেজ- টিএস বাহিরদিয়া ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮ 
  4. "মাদ্রাসা - টিএস বাহিরদিয়া ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮