টাটা কন্‌সাল্টেন্সি সার্ভিসেস

টাটা কন্‌সাল্টেন্সি সার্ভিসেস বা টিসিএস (ইংরেজি: Tata Consultancy Services Limited (TCS)) একটি ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা। এটি ভারতের সবথেকে পুরনো এবং সবথেকে বড় তথ্যপ্রযু্ক্তি এবং বিপিও (Business Process Outsourcing) সংস্থা। এটি এশিয়ার সবথেকে বড় তথ্যপ্রযুক্তি সংস্থাও বটে। এই সংস্থাটিতে তিন লক্ষ উনিশ হাজারের বেশি কর্মী কাজ করেন।

Tata Consultancy Services
ধরনসরকারি বিএসই532540
আইএসআইএনINE467B01029
শিল্পসফটওয়ার
প্রতিষ্ঠাকাল১৯৬৮
সদরদপ্তরভারত TCS House, Raveline Street, Fort, Mumbai - 400 001
প্রধান ব্যক্তি
নটরাজন চন্দ্রশেখরণ, (Chairman of the Board, Tata Group)
রাজেশ গোপীনাথন, (CEO & Managing Director)
কে অনন্ত কৃষ্ণাণ, (Executive Director and CFO)
এনজি সুব্রাহ্মণ্যম, (Executive Director and COO)
Phiroz Vandrevala,(Executive Director and Head, Global Corporate Affairs)
Ajoyendra Mukherjee, (Vice President and Head, Global Human Resources)
পরিষেবাসমূহInformation technology services and solutions
আয়বৃদ্ধি $5.7 billion (in FY 2007-08)
কর্মীসংখ্যা
319,000+ (As on April, 2015)
মাতৃ-প্রতিষ্ঠানটাটা গোষ্ঠী উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইট[১]

১৯৬৮ খ্রিস্টাব্দে টাটা কনসালটেন্সি সার্ভিসেস স্থাপিত হয়। তখন এর নাম ছিল টাটা কম্পিউটার সেন্টার। পরবর্তীকালে ১৯৯০ এর দশকে এই সংস্থাটির অভূতপূর্ব উন্নতি ঘটে। ভারতের প্রায় কুড়িটি শহরে এই সংস্থার অফিস রয়েছে। এছাড়া ভারতের বাইরেও বহু জায়গায় এই সংস্থার অফিস রয়েছে।

বাজারে আধিপত্য সম্পাদনা

মোট বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষস্থান দখল নিয়ে অতীতে টিসিএস এবং আরআইএলের মধ্যে প্রবল প্রতিযোগিতা লক্ষ্য করা গিয়েছে। গত মাসে সফটওয়্যার পরিষেবা সংস্থা টিসিএসকে পিছনে ফেলে আরআইএল এই স্থান দখল করেছিল। ভারতের সবথেকে দামি কোম্পানির শিরোপা পেল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। বাজার মূল্যের নিরিখে সোমবার রিলায়েন্স ইন্ডাসট্রিজকে (আরআইএল) পিছনে ফেলে দিল তারা। [১]

তথ্যসূত্র সম্পাদনা

বহিসংযোগ সম্পাদনা