টম স্পেন্সার
ইংরেজ ক্রিকেটার
টমাস উইলিয়াম স্পেন্সার, ওবিই (ইংরেজি: Thomas Spencer; জন্ম: ২২ মার্চ, ১৯১৪ - মৃত্যু: ১ নভেম্বর, ১৯৯৫) লন্ডনের ডেপ্টফোর্ড এলাকায় জন্মগ্রহণকারী ইংল্যান্ডের সাবেক প্রথম-শ্রেণীর ক্রিকেটার ছিলেন। এছাড়াও, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করেন। কাউন্টি ক্রিকেটে কেন্ট দলের পক্ষে প্রতিনিধিত্ব করেন টম স্পেন্সার।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | টম উইলিয়াম স্পেন্সার |
জন্ম | ডেপ্টফোর্ড, লন্ডন | ২২ মার্চ ১৯১৪
মৃত্যু | ১ নভেম্বর ১৯৯৫ সীটন ডেলাভাল, নর্দাম্বারল্যান্ড | (বয়স ৮১)
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম |
ভূমিকা | আম্পায়ার, কোচ |
আম্পায়ারিং তথ্য | |
টেস্ট আম্পায়ার | ১৭ (ইংল্যান্ড ব পাকিস্তান, নটিংহাম, ১-৫ জুলাই, ১৯৫৪–ইংল্যান্ড ব নিউজিল্যান্ড, নটিংহাম, ১০-১৪ আগস্ট, ১৯৭৮) |
ওডিআই আম্পায়ার | ৬ (ইংল্যান্ড ব অস্ট্রেলিয়া, লর্ডস, ২৬ আগস্ট, ১৯৭২–অস্ট্রেলিয়া ব ওয়েস্ট ইন্ডিজ, লর্ডস, ২১ জুন, ১৯৭৫) |
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩১ ডিসেম্বর ২০১৪ |
আম্পায়ারিত্ব
সম্পাদনাখেলোয়াড়ী জীবন থেকে অবসর নেয়ার পর ১৭ টেস্টে ও ৬টি একদিনের আন্তর্জাতিকের ক্রিকেটে খেলা পরিচালনা করেন।[১] তন্মধ্যে ১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ডিকি বার্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা পরিচালনা অন্যতম।
১৯৭৬ সালে ক্রিকেট খেলায় মূল্যবান সেবা প্রদানের জন্য তাকে ওবিই পদবী প্রদান করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Tom Spencer"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৪।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে টম স্পেন্সার (ইংরেজি)