টমাস জন সার্জেন্ট

মার্কিন অর্থনীতিবিদ

টমাস জন সার্জেন্ট (জন্ম: ১৯ জুলাই, ১৯৪৩) একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ২০১১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

টমাস জন সার্জেন্ট
জন্ম (1943-07-19) ১৯ জুলাই ১৯৪৩ (বয়স ৮০)
জাতীয়তামার্কিন
প্রতিষ্ঠাননিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়
পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয়
মিনেসোটা বিশ্ববিদ্যালয়
শিকাগো বিশ্ববিদ্যালয়
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
কাজের ক্ষেত্রসমষ্টিক অর্থনীতি, monetary economics
শিক্ষায়তনইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে, (ব্যাচেলর অব আর্টস)
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, (পিএইচডি)
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনRobert Lucas, Jr.
John Muth
পুরস্কারNAS Award for Scientific Reviewing (2011) অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০১১
Information at IDEAS / RePEc

জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা

টমাস জন সার্জেন্টের জন্ম ১৯৪৩ সালের ১৯ জুলাই। সার্জেন্ট ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে থেকে ১৯৬৪ সালে বিএ ডিগ্রি লাভ করেন। তিনি পিএইচডি করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে।

কর্মজীবন সম্পাদনা

তিনি ১৯৭০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। ১৯৭১ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত মিনেসোটা বিশ্ববিদ্যালয় এ কর্মরত ছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত শিকাগো বিশ্ববিদ্যালয় এ কর্মরত ছিলেন। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন।

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহি:সংযোগ সম্পাদনা