টটেনহ্যাম হটস্পার ফুটবল ক্লাব
টটেনহ্যাম হটস্পার ফুটবল ক্লাব একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এরা প্রিমিয়ার লিগে খেলে থাকে। ক্লাবটি টটেনহ্যাম বা স্পার্স নামেও পরিচিত। এছাড়া সমর্থকেরা একে লিলিহোয়াইটস নামেও ডাকে কারণ তাদের পোশাক সাদা। তাদের নিজস্ব মাঠ হচ্ছে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, যা লন্ডনের ৭৮২ হাই রোড এলাকায় অবস্থিত।
![]() | ||||
পূর্ণ নাম | টটেনহ্যাম হটস্পার ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | দ্য লিলিওয়াইটস | |||
সংক্ষিপ্ত নাম | স্পার্স | |||
প্রতিষ্ঠিত | ৫ সেপ্টেম্বর ১৮৮২ হটস্পার ফুটবল ক্লাব হিসেবে | |||
মাঠ | টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ৬২,৩০৩[১] | |||
মালিক | ইএনআইসি ইন্টারন্যাশনাল লিমিটেড (৮৫.৫৫%) | |||
সভাপতি | ![]() | |||
প্রধান কোচ | ![]() | |||
লিগ | প্রিমিয়ার লিগ | |||
২০২০–২১ | ৭ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
২০শতাব্দীর প্রথম ডাব্লস জেতা দল হচ্ছে টটেনহ্যাম। ১৯৬০-৬১ মৌসুমে তারা লিগ ও এফএ কাপ জিতে এই কৃতিত্ব অর্জন করে। ১৯৬৩ সালে স্পার্স প্রথম ব্রিটিশ ক্লাব হিসেবে কোন ইউরোপীয় ট্রফি জেতে। তারা ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জিতেছিল।
ক্লাবের প্রতীক হচ্ছে একটি টার্কি ফুটবলের ওপর দাঁড়িয়ে। ক্লাবটির নগর প্রতিদ্বন্দ্ব্বী হচ্ছে আর্সেনাল।
ইতিহাসসম্পাদনা
স্টেডিয়ামসম্পাদনা
ম্যানেজারসম্পাদনা
খেলোয়াড়সম্পাদনা
বর্তমান দলসম্পাদনা
নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফা যোগ্যতা নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
ধারে অন্য দলেসম্পাদনা
নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফা যোগ্যতা নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
সমর্থকসম্পাদনা
মালিকানা এবং আর্থিক অবস্থাসম্পাদনা
পরিসংখ্যান এবং রেকর্ডসম্পাদনা
সম্মাননা/অর্জনসম্পাদনা
ঘরোয়া শিরোপাসম্পাদনা
বিজয়ী (২ বার): ১৯৫০–৫১, ১৯৬০–৬১
বিজয়ী (২ বার): ১৯১৯-২০, ১৯৪৯–৫০
বিজয়ী (৮ বার): ১৯০০–০১, ১৯২০–২১, ১৯৬০–৬১, ১৯৬১–৬২, ১৯৬৬–৬৭, ১৯৮০–৮১, ১৯৮১–৮২, ১৯৯০–৯১
বিজয়ী (৪ বার): ১৯৭০–৭১, ১৯৭২–৭৩, ১৯৯৮–৯৯, ২০০৭–০৮
বিজয়ী(৭ বার): ১৯২১, ১৯৫১, ১৯৬১, ১৯৬২, ১৯৬৭*, ১৯৮১*, ১৯৯১* (*যুগ্মভাবে)
মহাদেশীয় শিরোপাসম্পাদনা
বিজয়ী (১ বার): ১৯৬২–৬৩
বিজয়ী (২ বার): ১৯৭১–৭২ ১৯৮৩–৮৪
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Premier League Handbook 2020/21" (পিডিএফ)। Premier League। পৃষ্ঠা 36। ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০।
বহিঃসংযোগসম্পাদনা
- TottenhamHotspur.com Official club website
- Tottenham Hotspur ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জুন ২০০৭ তারিখে at the Premier League official website
- Supporters' Trust
- খবর
- টটেনহ্যাম হটস্পার ফুটবল ক্লাব - বিবিসি স্পোর্টস: ক্লাব সংবাদ - সাম্প্রতিক ফলাফল - পরবর্তী সময়সূচী - ক্লাব তারকাবৃন্দ
- Tottenham Hotspur Team news from Carling