টগরাই হাট রেলওয়ে স্টেশন

টগরাই হাট রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার একটি রেলওয়ে স্টেশন[১]

টগরাই হাট রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানকুড়িগ্রাম জেলা রংপুর বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতপশ্চিমাঞ্চল রেলওয়ে
লাইনতিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইন
প্ল্যাটফর্ম১টি
ট্রেন পরিচালকবাংলাদেশ রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারনাই
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ইতিহাস
চালু?
পরিষেবা
আছে
অবস্থান
মানচিত্র

অবস্থান সম্পাদনা

টগরাই হাট রেলওয়ে স্টেশন তিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইনের তিস্তা জংশন-কুড়িগ্রাম অংশে অবস্থিত।[২]

ইতিহাস সম্পাদনা

১৮৭৯ সালে তৈরি পার্বতীপুর-লালমনিরহাট-বুড়িমারী লাইনের একটি শাখা তিস্তা জংশন থেকে বের হয়ে কুড়িগ্রাম পর্যন্ত যায়। এ সময় টগরাই হাট রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। এ লাইনটি প্রথমে ন্যারোগেজ লাইন ছিল। তিস্তা জংশন থেকে কুড়িগ্রাম পর্যন্ত লাইনটিকে ১৯২৮-১৯২৯ সালে মিটারগেজে রুপান্তর করা হয়।

পরিষেবা সম্পাদনা

টগরাই হাট রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল কারী ট্রেনের নাম নিম্নে উল্লেখ করা হলো:

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tograihat Railway Station Timeline - Railway Enquiry"indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০ 
  2. "ঢাকা-কুড়িগ্রাম আন্তঃনগর ট্রেন ছুটবেই | Ulipur.com"শিক্ষা, প্রগতি ও তারুণ্যের উলিপুর। ২০১৬-১২-২১। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০ 
  3. "কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধন, ঢাকার দিকে ছুটবে কাল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০ 
  4. "প্রথম আন্তঃনগর ট্রেন পেতে যাচ্ছে কুড়িগ্রামবাসী"Dhaka Tribune Bangla। ২০১৯-১০-১৫। ২০২০-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০