ঝুড়ি গোল বেড়যুক্ত অর্ধগোলকাকৃতি বা তার থেকে একটু কম বক্রতার পাত্র যা বেত জাতীয় কাঠি দিয়ে বোনা। ঝুড়ি নানা রকম বুনটের হয়। কম বুনটের চাঁছাড়ি (চেরা বাঁশ) বা চেরা মোটা বেত ইত্যাদি দিয়ে বোনা ঝুড়ি বাগান বা মাটি খোঁড়া ইত্যাদি স্থূল কাজে ব্যবহার হয়। ঘন বুনটের বড় ঝুড়িকে বলে ধামা যার মধ্যে শস্য ইত্যাদি রাখা যায়। ছোট ঝুড়িকে বলে চুপড়ি

উপাদানসম্পাদনা

 
বাংলাদেশের সমকালীন বাঁশের তৈরি ঝুড়ি।

ঝুড়ি প্রস্তুত করতে এই সকল উপকরণ ব্যবহার করা হয়:

বহিঃসংযোগসম্পাদনা

  • "Basket"। ব্রিটিশ বিশ্বকোষ3 (১১তম সংস্করণ)। ১৯১১। 
  • Baskets, The Women's Committee of the Philadelphia Museum of Art