ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়

ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান।[] ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি জেলার এবং বাংলাদেশেরও অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান।[]

ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়
বিদ্যালয়ের মনোগ্রাম
অবস্থান
মানচিত্র

তথ্য
ধরনসরকারি
প্রতিষ্ঠাকাল১৮৭৭
ইআইআইএন১১৬৪৬৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকমোঃ আাব্বাস উদ্দিন।
শ্রেণি৩য় থেকে ১০ম
ক্যাম্পাসশহর
রং     সাদা এবং      নেভি ব্লু
স্বীকৃতিযশোর বোর্ড
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

সম্পাদনা

ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়টি খুলনা বিভাগের ঝিনাইদহ জেলা সদরে অবস্থিত।[] ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টির অবস্থান ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে শেরেবাংলা সড়কের পশ্চিম পার্শ্বে এবং জেলার প্রধান ডাকঘর থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে।[]

ইতিহাস

সম্পাদনা
 
কবি গোলাম মোস্তফা ভবন, ঝিনাইদহ সরকারী উচ্চ বিদ্যালয়

১৮৭৭ সালে এই বিদ্যালয়টি ঝিনাইদহ মহকুমার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় শহর সংলগ্ন নবগঙ্গা নদীর তীরে[] এইচ. ই. (উচ্চ ইংরেজি) স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়।[] পরবর্তীতে ভুটিয়ারগাতির জমিদার মোহাম্মদ আব্দুল কাদের জোয়ার্দার মহাশয় বিদ্যালয়টি স্থাপনের জন্য জমি দান করলে বিদ্যালয়টি বর্তমান স্থানে স্থানান্তরিত হয়।[] প্রাথমিক অবস্থায় এটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এইচ. ই. স্কুল হিসেবে স্বীকৃতি লাভ করে।[] স্কুলটি স্থানীয় মানুষদের কাছে বয়েজ স্কুল নামেই অধিক পরিচিত।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়"মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. মো এবাদুল ইসলাম (জানুয়ারি ২০০৩)। "ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়"। সিরাজুল ইসলামবাংলাপিডিয়াঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৮ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় জেলার অন্যতম প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। 
  3. "JHENIDAH GOVT. SECONDARY SCHOOL"মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। ২০১২। ১৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা