ঝিনাইগাতী উপজেলা
ঝিনাইগাতী উপজেলা বাংলাদেশের শেরপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।
ঝিনাইগাতী | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে ঝিনাইগাতী উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°১১′২″ উত্তর ৯০°৩′৫৩″ পূর্ব / ২৫.১৮৩৮৯° উত্তর ৯০.০৬৪৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | শেরপুর জেলা |
আসন | ১৪৫ শেরপুর-৩ |
সরকার | |
• সংসদ সদস্য | এ কে এম ফজলুল হক (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৪২.০৭ বর্গকিমি (৯৩.৪৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৬০,৪৫২ |
• জনঘনত্ব | ৬৬০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৮.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৮৯ ৩৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তনসম্পাদনা
ঝিনাইগাতী উপজেলার আয়তন ২৪২.০৭ বর্গ কিলোমিটার (৫৯,৮১৭ একর)।[২] ২৫°০৪´ থেকে ২৫°১৬´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৫৮´ থেকে ৯০°০৮´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ উপজেলার অবস্থান। শেরপুর জেলা শহর হতে এ উপজেলার দূরত্ব ২০ কিলোমিটার। এ উপজেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে শেরপুর সদর উপজেলা ও শ্রীবরদী উপজেলা, পূর্বে নালিতাবাড়ী উপজেলা, পশ্চিমে শ্রীবরদী উপজেলা অবস্থিত।[৩]
প্রশাসনিক এলাকাসম্পাদনা
ঝিনাইগাতী থানা গঠিত হয় ১৯৭৫ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।[৩] ঝিনাইগাতী উপজেলায় বর্তমানে ৭টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ঝিনাইগাতী থানার আওতাধীন।[৪]
এ উপজেলা ৭টি ইউনিয়ন, ৭৫টি গ্রাম ও ১১৭টি মৌজার সমন্বয়ে গঠিত। এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ঝিনাইগাতী থানার আওতাধীন।
ইতিহাসসম্পাদনা
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঝিনাইগাতী উপজেলার মোট জনসংখ্যা ১,৬০,৪৫২ জন। এর মধ্যে পুরুষ যার মধ্যে ৭৯,৫৪৮ জন পুরুষ এবং মহিলা ৮০,৯০৪ জন। মোট পরিবার ৪১,১১৭টি।[২]
শিক্ষাসম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঝিনাইগাতী উপজেলার সাক্ষরতার হার ৩৮.৭% (পুরুষ ৪১.২%, মহিলা ৩৬.৩%)। এ উপজেলায় ২টি বেসরকারি কলেজ, ১টি মহিলা কলেজ, ২টি কারিগরি কলেজ, ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৭টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি সিনিয়র মাদরাসা, ১৩টি দাখিল মাদরাসা, ১০টি হাফেজী মাদরাসা, ২৩টি এবতেদায়ী মাদরাসা, ৩টি কওমী মাদরাসা ও ১০টি কিন্ডারগার্টেন রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
- কলেজ
- ড. আশরাফ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (২০১৮)
- আলহাজ্ব শফিউদ্দীন আহাম্মদ কলেজ (১৯৮৬)
- ঝিনাইগাতী মহিলা আদর্শ কলেজ (২০০২)
- তিনানী আদর্শ কলেজ (১৯৮৬)
- মাধ্যমিক বিদ্যালয়
- শালচূড়া উচ্চ বিদ্যালয়(১৯৯৪)
- রাংটিয়া উচ্চ বিদ্যালয়
- গুরুচরণ দুধনই আদর্শ উচ্চ বিদ্যালয় (১৯৯৪)
- আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় (১৯৬০)
- মালিঝিকান্দা হাই স্কুল (১৯৪৮)
- ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৬১)
- হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় (১৯৭৭)
- ধানশাইল উচ্চ বিদ্যালয় (১৯৬৯)
- মাদ্রাসা
- দীঘিরপাড় আলিম মাদ্রাসা (১৯৬২)
- পানবর ইসলামীয়া দাখিল মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থাসম্পাদনা
ঝিনাইগাতী উপজেলায় ৭০ কিলোমিটারপাকারাস্তা, ২৮৩ কিলোমিটার আধা-পাকারাস্তা ও ২৮৩টি কাঁচারাস্তা রয়েছে।
স্বাস্থ্যসম্পাদনা
ঝিনাইগাতী উপজেলায় ১টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতাল, ১টি দাতব্য চিকিৎসালয়, ১টি পরিবার কল্যাণ কেন্দ্র, ১টি পরিবার পরিকল্পনা ক্লিনিক ও ১টি স্বাস্থ্য উপকেন্দ্র রয়েছে।
অর্থনীতিসম্পাদনা
কৃষি ৭০.১৮%, অকৃষি শ্রমিক ৩.৫৭%, শিল্প ০.৬৯%, ব্যবসা ৯.৭২%, পরিবহণ ও যোগাযোগ ৩.০৯%, চাকরি ৩.১৩%, নির্মাণ ০.৪৩%, ধর্মীয় সেবা ০.১৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.১৮% এবং অন্যান্য ৮.৮৪%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৫.৪৩%, ভূমিহীন ৪৪.৫৭%। শহরে ৩৭.৭১% এবং গ্রামে ৫৬.০২% পরিবারের কৃষিজমি রয়েছে।
প্রধান কৃষি ফসল ধান, গম, আলু, পিঁয়াজ, রসুন, শাকসবজি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি পাট, ডাল, অড়হর।
প্রধান ফল-ফলাদি কাঁঠাল, কলা, পেঁপে।
প্রধান রপ্তানিদ্রব্য ধান, চাল, কলা, শাকসবজি, পাথর, বালি।
ধর্মীয় উপাসনালয়সম্পাদনা
ঝিনাইগাতী উপজেলায় ২৫৩টি মসজিদ, ৩৭টি মন্দির ও ১১টি গির্জা রয়েছে।
মুক্তিযুদ্ধের ঘটনাসম্পাদনা
- মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন
- স্মৃতিফলক: ১টি
- বধ্যভূমি: ১টি
নদ-নদীসম্পাদনা
ঝিনাইগাতী উপজেলার প্রধান নদীগুলো হল সোমেশ্বরী, চিলাখালী ও মালিঝি নদী। এছাড়া উল্লেখযোগ্য খাল ও বিলের মধ্যে রয়েছে সোনাইকরা বিল, ঢোলী বিল, পলকা বিল, বান্ধাপোল বিল, বাইদাধাঙ্গা বিল, রুরলী বিল ও গুর খাল।
হাটবাজারসম্পাদনা
ঝিনাইগাতী উপজেলায় ২২টি হাটবাজার রয়েছে।
- উল্লেখযোগ্য হাটবাজার
- ঝিনাইগাতী হাট
- ধানশাইল হাট
- তিনআনী হাট
- বাকাকুড়া বাজার
দর্শনীয় স্থানসম্পাদনা
- গজনী অবকাশ পর্যটন কেন্দ্র
- রাবার বাগান
- রাবার ড্যাম
- বগের ঘোছা (মায়াবী লেক)
- শাল (গজারি) বাগান
- ঘাগড়া লস্কর বাড়ী মসজিদ
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ঝিনাইগাতী উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৫ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ সৈয়দ মারুফুজ্জামান (জানুয়ারি ২০০৩)। "ঝিনাইগাতী উপজেলা"। সিরাজুল ইসলাম। ঝিনাইগাতী উপজেলা। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৭, ২০১৪।
- ↑ "ইউনিয়নসমূহ - ঝিনাইগাতী উপজেলা"। jhenaigati.sherpur.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৩১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১।
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |