ঝাউদিয়া
ঝাউদিয়া কুষ্টিয়া জেলার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের সদর দপ্তর, ছোট শহর ও বাজার। এখানেই বাংলাদেশর অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নির্দশন ঝাউদিয়া শাহী মসজিদ অবস্থিত। ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের পরিকল্পনা হয়েছিল যা পরবর্তীতে বাস্তবায়ন হয়নি।[১]
ঝাউদিয়া | |
---|---|
ছোট শহর | |
বাংলাদেশে ঝাউদিয়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৬′২৫.১০৪″ উত্তর ৮৯°৩′৪৫.২০৯″ পূর্ব / ২৩.৭৭৩৬৪০০০° উত্তর ৮৯.০৬২৫৫৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা |
জেলা | কুষ্টিয়া |
উপজেলা | কুষ্টিয়া সদর |
ইউনিয়ন | ঝাউদিয়া |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ইতিহাস
সম্পাদনামুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে শাহ আহম্মদ আলী ঝাউদিয়া অঞ্চলের জমিদার ছিল। তিনি সুফি আদারী মিঞা চৌধুরী নামেও পরিচিত ছিলেন। তিনি ঝাউদিয়ায় একটি মসজিদ নির্মাণ করেছিলেন যা বর্তমানে ঝাউদিয়া শাহী মসজিদ নামে পরিচিত ও বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।[২] ২০২২ সালের ২৭ নভেম্বর একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থান্তর করা হবে এবং নাম হবে ঝাউদিয়া থানা। কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি।[১]
অর্থনীতি
সম্পাদনাশিক্ষা
সম্পাদনাঝাউদিয়ার সবচেয়ে পুরাতন শিক্ষাপ্রতিষ্ঠান হলো ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় যা ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালে ঝাউদিয়া মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানে ২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত ঝাউদিয়া বাজার প্রাথমিক বিদ্যালয় ও ১৯৫২ সালে প্রতিষ্ঠিত ঝাউদিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ইসলামী বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তরে নাম হবে 'ঝাউদিয়া'"। জাগো নিউজ ২৪। ২০২২-১১-২৭। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২৬।
- ↑ মো. রেজাউল করিম (২০২২)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ঢাকা: গতিধারা। পৃষ্ঠা ১৩৬–১৪০। আইএসবিএন 9789848950418।