ঝাউগড়া ইউনিয়ন

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার একটি ইউনিয়ন

ঝাউগড়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার মেলান্দহ উপজেলার একটি ইউনিয়ন[১][২]

ঝাউগড়া
ইউনিয়ন
১০নং ঝাউগড়া ইউনিয়ন পরিষদ।
ঝাউগড়া ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
ঝাউগড়া
ঝাউগড়া
ঝাউগড়া বাংলাদেশ-এ অবস্থিত
ঝাউগড়া
ঝাউগড়া
বাংলাদেশে ঝাউগড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫৯′২″ উত্তর ৮৯°৪৯′৩৭″ পূর্ব / ২৪.৯৮৩৮৯° উত্তর ৮৯.৮২৬৯৪° পূর্ব / 24.98389; 89.82694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাজামালপুর জেলা
উপজেলামেলান্দহ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সাক্ষরতার হার
 • মোট৮০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

ঝাউগড়া ইউনিয়ন মেলান্দহ উপজেলার একটি ইউনিয়ন। কিন্তু এই ইউনিয়ন এর অবস্থান সদর উপজেলা ঘেষে।

এই ইউনিয়ন এর পূর্ব দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন এর অবস্থান। দক্ষিণ দিকে সদর উপজেলার মেস্টা ইউনিয়ন (হাজীপুর বাজার) এর অবস্থান।

দক্ষিণ জামালপুর এর বিখ্যাত গরুর হাট গাজীপুর গরুর হাট এর অবস্থান ঝাউগড়া ইউনিয়ন এ।

ইতিহাস সম্পাদনা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

উল্লেখ্যযোগ্য কয়েকটি গ্রাম হচ্ছে

পূর্ব ঝাউগড়া

মধ্য ঝাউগড়া

ঝাউগড়া (দহেরপাড়)

পশ্চিম ঝাউগড়া

দক্ষিন ঝাউগড়া (ফকিরপাড়া)

ঘটিয়া

রুহিলী

টগারচর

শেখসাদী

শেখসাদী (নয়াপাড়া)

কাপাশহাটিয়া

মানকি

পইরবাড়ী

টুপকারচর

ইন্দ্রবাড়ী

উল্লেখ্যযোগ্য কিছু মোড়ঃ মাইঠেল বাড়ী মোড়, ঈমান আলীর মোড়, আনারবাড়ী ঘাট, হাবির মোড়, কামলা হাটি(কৃষক বাজার), ডাল বেহারির মোড়, জামতলা মোড়(বাজার)।

উল্লেখ্যোগ্য কিছু বাজারঃ গাজীপুর বাজার(বিখ্যাত গরুর হাট), ঝাউগড়া বাজার, মানকী সকাল বাজার।

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান

১। ঝাউগড়া উচ্চ বিদ্যালয়।

২। শামসুন নাহার জালাল উচ্চ বিদ্যালয়।

৩। ইয়াতন জালাল উচ্চ বিদ্যালয়।

৪। প্রশান্তি স্কুল গাজিপুর।

৫। রাহেলা কাশেম হাফেজিয়া মাদ্রাসা।

৬। কাপাশহাটিয়া মহিলা মাদ্রাসা।

দর্শনীয় স্থান সম্পাদনা

  1. গান্ধী আশ্রম ( কাপাশহাটিয়া)
  2. মুক্তি সংগ্রাম জাদুঘর( কাপাশহাটিয়া)
  3. রৌমারী বিল
  4. ঝাউগড়া বাজার
  5. ঝাউগড়া ঈদগাহ্ মাঠ
  6. গাজিপুর বাজার
  7. প্রশান্তি ঈদগাহ মাঠ( কাপাশহাটিয়া)
  8. মাদার দহ পুকুর
  9. ফরিক পাড়া পবিত্র দরবার শরীফ, হাসপাতাল রোড় ডং পাড় ( ফকির পাড়া)
  10. "রুহিলী চৌধুরী বাড়ি পুকুর"।
  11. রুহিলী নতুন ব্রীজ।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

  1. বীর মুক্তিযুদ্ধা - শফিকুল ইসলাম খুকা
  2. বর্তমান চেয়ারম্যান-আঞ্জু মনোয়ারা হেনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "১০নং ঝাউগড়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০১৯-০৮-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২ 
  2. "মেলান্দহ উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২