ঝলম ইউনিয়ন

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার একটি ইউনিয়ন

ঝলম বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন

ঝলম
ইউনিয়ন
৫নং ঝলম ইউনিয়ন পরিষদ
ঝলম চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ঝলম
ঝলম
ঝলম বাংলাদেশ-এ অবস্থিত
ঝলম
ঝলম
বাংলাদেশে ঝলম ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২২′৫২″ উত্তর ৯০°৫৯′৫৭″ পূর্ব / ২৩.৩৮১১১° উত্তর ৯০.৯৯৯১৭° পূর্ব / 23.38111; 90.99917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাবরুড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

জনসংখ্যা সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

ঝলম ইউনিয়ন পূর্বে ঝলম দক্ষিণ ইউনিয়ন নামে পরিচিত ছিল।

অবস্থান ও সীমানা সম্পাদনা

বরুড়া উপজেলার পশ্চিমাংশে ঝলম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চিতড্ডা ইউনিয়ন, উত্তর-পূর্বে খোশবাস দক্ষিণ ইউনিয়ন, পূর্বে বরুড়া পৌরসভাশাকপুর ইউনিয়ন, দক্ষিণে আড্ডা ইউনিয়ন এবং পশ্চিমে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

ঝলম ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

ঝলম অঞ্চলে অনেকগুলো উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য,ঝলম উচ্চবিদ্যালয় ও কলেজ,শশইয়া ডি এম উচ্চবিদ্যালয়, ঝলম ইউনিয়ন ইসলামি শিক্ষায় সমৃদ্ধ,ছোট বড় অনেকগুলো ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে,যার ফলে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে এই এলাকার মুসলিম সমাজ

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

খাল ও নদী সম্পাদনা

ঝলম ইউনিয়নের মধ্যে কোন নদী নেই,তবে এই এলাকার পূর্ব পাশ হয়ে দেশের বিখ্যাত খাল,কার্জন খাল রয়েছে,যেটি সরাসরি ডাকাতিয়া নদী হয়ে চাঁদপুরের পদ্না নদীতে মিলিত হয়েছে

হাট-বাজার ঝলমবাজার সম্পাদনা

এই এলাকার ছোটখাটো কয়েকটা বাজার রয়েছে,এগুলো হলো ঝলম বাজার,শশইয়া বাজার,মহিদপুর বাজার

দর্শনীয় স্থান সম্পাদনা

ঝলমে কোন দর্শনীয় স্হান নেই,তবে নতুন করে কয়েকটা দর্শনীয় খাবার হোটেল তৈরি হয়েছে যার পরিবেশ খুবই সুন্দর। হোটেলগুলো হলো, হক কাবাব হাউজ এবং নাজলা কাবাব

জনপ্রতিনিধি সম্পাদনা

চেয়ারম্যান--

মোঃ নুরুল ইসলাম

সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ--

১) আয়েশা বেগম ১,২,৩ নং ওয়ার্ড

২) মিনোয়ারা বেগম ৪,৫,৬ নং ওয়ার্ড

৩) রাধা রানী তালুকদার ৭,৮,৯ নং ওয়ার্ড

সাধারণ সদস্যবৃন্দ----

১) মোঃ রেজাউল করিম

  ০১ নং ওয়ার্ড 

২) মোঃ আবুল বাশার

  ০২ নং ওয়ার্ড 

৩) সফিকুল ইসলাম

  ৩ নং ওয়ার্ড 

৪) মোঃ সিরাজুল ইসলাম

  ৪ নং ওয়ার্ড 

৫) মোঃ কাউছার হোসেন

  ৫ নং ওয়ার্ড 

৬) মোঃ মেহেদী হাসান আনিছ

  ৬ নং ওয়ার্ড 

৭) মোহাম্মদ গোলাম ছরওয়ার

  ৭ নং ওয়ার্ড 

৮) মোঃ মফিজুল ইসলাম

  ৮ নং ওয়ার্ড 

৯) মোঃ মোশাররফ হোসেন

  ৯ নং ওয়ার্ড

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা