ঝরা সময়ের গান বাংলা রক সঙ্গীত দল মহীনের ঘোড়াগুলি সম্পাদিত দ্বিতীয় অ্যালবাম। ১৯৯৬ সালে আশা অডিও কর্তৃক ভারতের আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলায় এটি মুক্তি পায়।[১]

ঝরা সময়ের গান
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ১৯৯৬
শব্দধারণের সময়১৯৯৬
স্টুডিওস্টুডিও প্রেস্তো
ঘরানাবাংলা গান
দৈর্ঘ্য৩৬:৫৬
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীআশা অডিও
মহীনের ঘোড়াগুলি কালক্রম
আবার বছর কুড়ি পরে
(১৯৯৫)
ঝরা সময়ের গান
(১৯৯৬)
মায়া
(১৯৯৭)

পাশাপাশি জানুয়ারি ১৯৯৬ সালে, একই নামে মহীনের ঘোড়াগুলি প্রকাশনা থেকে অ্যালবামটির একটি সংকলন বই আকারে প্রকাশিত হয়। যেটি উৎসর্গ করা হয়েছিলো "যাঁরা গান শুনতে এবং গান গাইতে ভালোবাসেন" তাদেরকে।[১]

গানের তালিকা সম্পাদনা

এক
নং.শিরোনামরচয়িতাকন্ঠদৈর্ঘ্য
১."মানুষ চেনা দায়"জয়জিৎ লাহিড়ি, সুব্রত ঘোষগড়ের মাঠ৪:১৬
২."সংবিগ্ন পাখিকূল"রঞ্জন ঘোষালবনি৩:৪২
৩."গান-মালা" (কিসের এত তাড়া)অরুনেন্দু দাসঋতুপর্ণা দাশ, চন্দ্রিমা মিত্র 
৪."গান-মালা" (গাইবো শুধু গান)গৌতম চট্টোপাধ্যায়সুব্রত ঘোষ, বনি, ঋতুপর্ণা দাশ, চন্দ্রিমা মিত্র 
৫."গান-মালা" (কে কে যাবি রে)অরুনেন্দু দাসসুব্রত ঘোষ, বনি, ঋতুপর্ণা দাশ, চন্দ্রিমা মিত্র 
৬."বিনীতা" (বিনীতা কেমন আছ?)মহীনের ঘোড়াগুলি  
৭."সারা রাত"অরুনেন্দু দাসসুব্রত ঘোষ, বনি, নীল 
দুই
নং.শিরোনামরচয়িতাকন্ঠদৈর্ঘ্য
১."সেই ফুলের দল"গৌতম চট্টোপাধ্যায়ঋতুপর্ণা দাশ, চন্দ্রিমা মিত্র 
২."ময়মনসিংহ গীতিকা" (মহুয়া সুন্দরী)প্রচলিতঅনুপ বিশ্বাস, বাদল সরকার 
৩."তোমায় দিলাম"জয়জিৎ লাহিড়ি, সুব্রত ঘোষসুব্রত ঘোষ 
৪."আমার প্রিয়া কাফে"গৌতম চট্টোপাধ্যায়গৌতম চট্টোপাধ্যায় 

কর্মীবৃন্দ সম্পাদনা

  • নীল মুখোপাধ্যায় – কন্ঠ, গিটার, কিবোর্ড, ব্যাঞ্জো, ব্লুজ হার্প
  • সুব্রত ঘোষ – কন্ঠ, গিটার
  • বনি – কন্ঠ, থুমবা, গুইরো, শেকার, কুইকা, বারিম্বা
  • ডোয়াইট – বেস গিটার
  • ঋতুপর্ণা – কন্ঠ
  • চন্দ্রিমা – কন্ঠ
  • অনুপ – কন্ঠ
  • বাদল – কন্ঠ
  • নীল মুখোপাধ্যায় - সুর বিন্যাস
  • দেবজিৎ বিশ্বাস - শব্দযন্ত্রী
  • জয়জিৎ ঘোষ ও মহীনের ঘোড়াগুলি - সমন্বয়ে
  • হিরণ মিত্র – প্রচ্ছদ ও অলঙ্করণ-

টীকা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

সূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা