কোনো বৃত্তের বক্ররেখার যেকোনো দুটি বিন্দু কে কোনো সরলরেখা দ্বারা যুক্ত করা হলে যে রেখাংশ টি পাওয়া যায় তাকে জ্যা বলা হয়।

লাল রঙের রেখাটিই 'জ্যা'

বৃত্তের জ্যা

সম্পাদনা

বৃত্তের জ্যা-এর নিন্মোক্ত বৈশিষ্ট্য রয়েছে‌‌‌--

১. সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমান দূরবর্তী।

২. সকল জ্যা-এর লম্বদ্বিখন্ডক কেন্দ্রগামী

৩.বৃত্তের পরিধির দুটি বিন্দুকে যোগ করে সরলরেখা আকলে একটি জ্যা উৎপন্ন হয়।