জ্ঞানেন্দ্রিয় (সংস্কৃত: ज्ञानेन्द्रिय) হলো উপলব্ধির অঙ্গ, ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করার অনুষদ। জ্ঞানেন্দ্রিয় বলতে চেতনাকে বোঝায়। সূক্ষ্ম দেহের সতেরোটি উপাদানের মধ্যে প্রথম পাঁচটি হল "উপলব্ধির অঙ্গ" বা "জ্ঞানেন্দ্রিয়"।[১] হিন্দুধর্মবৈষ্ণবধর্ম অনুসারে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়- কর্ণ, ত্বক, চক্ষু, জিহ্বা ও নাসিকা।[১] জ্ঞানেন্দ্রিয়ের অর্থ হল 'জ্ঞানের অন্তর্গত'। যেহেতু জ্ঞান এই উপলব্ধির অঙ্গগুলির মাধ্যমে অর্জিত হয়, তাই এগুলি জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত। জগৎ সম্পর্কে জ্ঞান অর্জনে জ্ঞানেন্দ্রিয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাহ্যিক জগৎ পাঁচটি স্থূল উপাদান নিয়ে গঠিত; ইথার বা আকাশ, বায়ু, অগ্নি, জলপৃথিবীসূক্ষ্ম দেহ তন্মাত্র দ্বারা গঠিত, এই উপাদানগুলির সূক্ষ্ম রূপ। জ্ঞানের পাঁচটি অঙ্গের মাধ্যমে স্থূল উপাদানগুলির দিকে তন্মাত্রের দৃষ্টিভঙ্গি যা উপলব্ধির অঙ্গ হিসাবেও পরিচিত। বস্তুজগত সম্পর্কে জ্ঞান না থাকলে আধ্যাত্মিক জ্ঞান আহরণ করা যায় না।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Jnanendriya, Jnana-indriya, Jñānendriya, Jnanemdriya, (ইংরেজি ভাষায়), www.wisdomlib.org

বহিঃসংযোগ সম্পাদনা