জো ফ্রেজিয়ার
জোসেফ উইলিয়াম "জো" ফ্রেজিয়ার (ইংরেজি: Joseph William "Joe" Frazier) (জন্ম: ১২ জানুয়ারি, ১৯৪৪, মৃত্যু: ৭ নভেম্বর, ২০১১) যিনি স্মকিং জো নামে সর্বাধিক পরিচিত। ১৯৬৫ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত নিয়মিত এই বক্সার একাধারে সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ান ও বিশ্ব হেভিওয়েট মুষ্টিযুদ্ধ সেরা।[২]
স্মকিং জো ফ্রেজিয়ার | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() ডেইলী নিউজ কর্তৃক জো ফ্রেজিয়ার পুরস্কৃত হয়েছিলেন। | ||||||||||||
জন্ম | জোসেফ উইলিয়াম জো ফ্রেজিয়ার ১২ জানুয়ারি ১৯৪৪ বিউফোর্ট, সাউথ ক্যারোলিনা, যুক্তরাষ্ট্র | |||||||||||
মৃত্যু | নভেম্বর ৭, ২০১১[১] ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র | (বয়স ৬৭)|||||||||||
জাতীয়তা | ![]() | |||||||||||
অন্যান্য নাম | স্মকিং জো | |||||||||||
পরিসংখ্যান | ||||||||||||
ওজন | হেভিওয়েট | |||||||||||
উচ্চতা | ৫ ফুট ১১ ইঞ্চি | |||||||||||
নাগাল | ৭৩ ইঞ্চি (১৮৫ সেমি) | |||||||||||
অবস্থান | অর্থোডক্স ভঙ্গীমা | |||||||||||
মুষ্টিযুদ্ধের তথ্য | ||||||||||||
মোট লড়াই | ৩৭ | |||||||||||
জয় | ৩২ | |||||||||||
নকআউট দ্বারা জয় | ২৭ | |||||||||||
পরাজয় | ৪ | |||||||||||
ড্র | ১ | |||||||||||
ফলাফলহীন | ০ | |||||||||||
পদকের তথ্য
|
১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে স্বর্ণপদক জেতেন ফ্রেজিয়ার।[৩] ১৯৭০ সালে নিউ ইয়র্কে জিমি এলিসকে নক আউট করে ফ্রেজিয়ার হন নতুন বিশ্ব চ্যাম্পিয়ন।
শতাব্দীর সেরা লড়াই
সম্পাদনা১৯৭১ সালে তিনি বহুল আলোচিত লড়াই ফাইট অব দ্য সেঞ্চুরীতে আরেক বিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর সাথে লড়াই করেন। মোহাম্মদ আলীর সাথে ১৯৭১ সালের ৮ মার্চ নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মুখোমুখি হন ফ্রেজিয়ারের। 'দ্য ফাইট অব দ্য সেঞ্চুরি' নামে পরিচিতি পাওয়া সেই লড়াইয়ের ১৫তম রাউন্ডে আলীকে হারিয়ে দেন ফ্রেজিয়ার।[৪] তবে ১৯৭৩ সালে তিনি খেতাব হারান জর্জ ফোরম্যানের কাছে।
১৯৭৪ সালের ২৮ জানুয়ারি ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই বদলা নেন মোহাম্মদ আলী। পরে ফোরম্যানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফিরে পান তিনি। ১৯৭৫ সালে 'দ্য থ্রিলা ইন ম্যানিলা' নামে পরিচিত এক লড়াইয়ে ফ্রেজিয়ারকে হারিয়ে শিরোপা অক্ষুণ রাখেন আলী। তাদের এ লড়াই বিংশ শতাব্দির সবচেয়ে উল্লেখযোগ্য ক্রীড়া ইভেন্ট হিসেবে বিবেচিত হয়। ১৯৭৬ সালে আবার ফোরম্যানের কাছে হারার পর অবসর নেন ফ্রেজিয়ার। ১৯৮১ সালে অবসর ভেঙে ফিরে আসলেও একবার লড়াইয়ে নেমেই চিরদিনের মতো বক্সিং রিং ছাড়েন 'জো'।
মৃত্যু
সম্পাদনা৬৭ বছর বয়সে ক্যান্সারের কারণে ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান মুষ্টিযোদ্ধা 'স্মোকিং জো' খ্যাত জো ফ্রেজিয়ার।
জীবনী গ্রন্থ
সম্পাদনাজো ফ্রেজিয়ার স্মকিং জো শিরোনামে আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেন। ১৯৯৬ সালে প্রকাশিত। এই বইটির, আইএসবিএন ১-৮৬১০৫-০৪০-২ |আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য) |শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://hosted.ap.org/dynamic/stories/B/BOX_OBIT_FRAZIER?SITE=AP&SECTION=HOME&TEMPLATE=DEFAULT
- ↑ "ibroresearch.com"। ১০ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১১।
- ↑ Joe Frazier, Autobiography, p. 34.
- ↑ "The Great Fights: Ali vs. Frazier I"। Life Magazine। 03/01/1971। ১৬ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১১। অজানা প্যারামিটার
|access date=
উপেক্ষা করা হয়েছে (|access-date=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|তারিখ=
(সাহায্য)