জোসেফ প্যাগেট সমাধি

জোসেফ প্যাগেট সমাধি ঢাকার খ্রিস্টান সমাধিক্ষেত্র, ঢাকায় অবস্থিত একটি পুরনো খ্রিস্টান সমাধি। এ সমাধিটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্ত।[১]

জোসেফ প্যাগেট সমাধি

সময় সম্পাদনা

সমাধিস্থ জোসেফ প্যাগেট ১৭২৪ সালের ২৬ মার্চ মৃত্যুবরণ করেন। [২] অতএব সমাধিটি প্রায় ৩০০ বছরের পুরাতন। এ কবরটি খ্রিস্টান কবরস্থানের সবচেয়ে পুরনো কবর।

জোসেফ প্যাগেট এর পরিচয় সম্পাদনা

তার পুরো নাম চ্যাপলিন রেভারেন্ড জোসেফ প্যাগেট (অথবা প্যাজেট)। তিনি কলকাতার মন্ত্রী ছিলেন।[৩] তিনি ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা