জোয়ারা ইউনিয়ন
জোয়ারা বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
জোয়ারা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে জোয়ারা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৩′২১″ উত্তর ৯২°০′১৭″ পূর্ব / ২২.২২২৫০° উত্তর ৯২.০০৪৭২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | চন্দনাইশ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আমিন আহমেদ চৌধুরী |
আয়তন | |
• মোট | ৬.৬৯ বর্গকিমি (২.৫৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১২,৬৮২ |
• জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৩.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তনসম্পাদনা
জোয়ারা ইউনিয়নের আয়তন ১,৬৫৩ একর (৬.৬৯ বর্গ কিলোমিটার)। এটি চন্দনাইশ উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[১]
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জোয়ারা ইউনিয়নের মোট জনসংখ্যা ১০,৩৮১ জন। এর মধ্যে পুরুষ ৫,৩৬৬ জন এবং মহিলা ৫,০১৫ জন। মোট পরিবার ২,০১৩টি।[১]
অবস্থান ও সীমানাসম্পাদনা
চন্দনাইশ উপজেলার উত্তর-পশ্চিমাংশে জোয়ারা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে কাঞ্চনাবাদ ইউনিয়ন, দক্ষিণে চন্দনাইশ পৌরসভা, পশ্চিমে বরকল ইউনিয়ন ও পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন এবং উত্তরে কাঞ্চনাবাদ ইউনিয়ন ও পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামোসম্পাদনা
জোয়ারা ইউনিয়ন চন্দনাইশ উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ফতেনগর
- উত্তর জোয়ারা
- নগরপাড়া
- মুহাম্মদপুর
- কুলালপাড়া
ইতিহাসসম্পাদনা
জোয়ারা ইউনিয়ন পূর্বে পটিয়া উপজেলাধীন ১৮নং জোয়ারা ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল। বর্তমানে চন্দনাইশ উপজেলাধীন ২নং জোয়ারা ইউনিয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত।
নামকরণসম্পাদনা
আগেরকার আমলে নিকটবর্তী খাল থেকে প্রায় সময় জোয়ারের পানিতে এলাকা তলিয়ে যেত। জোয়ারের পানিতে এলাকা প্লাবিত হলে তখন নৌকা, বাঁশের ভেলা, কলাগাছের ভেলা ইত্যাদি দিয়ে এলাকার লোকজন যাতায়াত করত। এভাবে কয়েকবছর অতিবাহিত হওয়ার পর তৎকালীন সৌন্দ্র উকিল, যোগেন্দ্র মহাজন, খগেন্দ্র মহাজন সূর্য কুমার, সেনগোষ্ঠী মিলে ইউনিয়নের নাম জোয়ারা প্রস্তাব করেন। তখন থেকেই এই ইউনিয়নের নাম হয় জোয়ারা।[২]
শিক্ষা ব্যবস্থাসম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জোয়ারা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৩.৮%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর জোয়ারা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফতেনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদপুর আবদুস ছোবহান সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থাসম্পাদনা
জোয়ারা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চন্দনাইশ-জোয়ারা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়সম্পাদনা
জোয়ারা ইউনিয়নে ১০টি মসজিদ, ১টি ঈদগাহ, ৩টি মন্দির ও ১টি বিহার রয়েছে।
হাট-বাজারসম্পাদনা
জোয়ারা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল বদল ফকির হাট।
দর্শনীয় স্থানসম্পাদনা
জোয়ারা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৩]
- হযরত ভূঁই খাজা (রহ.) জামে মসজিদ
- ফতেনগর বৌদ্ধ বিহার
উল্লেখযোগ্য ব্যক্তিসম্পাদনা
- নুরুল ইসলাম –– চিকিৎসক ও জাতীয় অধ্যাপক।[৪]
জনপ্রতিনিধিসম্পাদনা
- বর্তমান চেয়ারম্যান: আমিন আহমেদ চৌধুরী
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | জসিম উদ্দীন সিকদার | |
০২ | আবদুল জব্বার | |
০৩ | চৌধুরী সিরাজুল মোস্তফা খালেদ | |
০৪ | আহমদ হোসেন | ২০১১-২০১৬ |
০৫ | আমিন আহমেদ চৌধুরী | ২০১৬ |
০৬ | আমিন আহমেদ চৌধুরী | বর্তমান |
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "জোয়ারা ইউনিয়নের ইতিহাস - জোয়ারা ইউনিয়ন - জোয়ারা ইউনিয়ন"। joaraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - জোয়ারা ইউনিয়ন - জোয়ারা ইউনিয়ন"। joaraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - জোয়ারা ইউনিয়ন - জোয়ারা ইউনিয়ন"। joaraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭।