জেমস ওয়ান

মালয়েশীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও কমিক বই লেখক


জেমস ওয়ান হলেন একজন বিখ্যাত লোমহর্ষক চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও কমিক বই লেখক। তিনি পরিচালনা ও প্রযোজনা করেছেন স্ব, ইনসিডিয়াস এবং দ্য কনজ্যুরিং ইউনিভার্স এর মতো ফ্র্যাঞ্চাইজি।[১]

জেমস ওয়ান
২০১৮ সালে ওয়ান
জন্ম (1977-02-26) ২৬ ফেব্রুয়ারি ১৯৭৭ (বয়স ৪৭)
জাতীয়তাঅস্ট্রেলিয়ান
পেশাপরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৯৮ - বর্তমান
পরিচিতির কারণস্ব, ইনসিডিইয়ায়াস, কনজ্যুরিং ইত্যাদি
উল্লেখযোগ্য কর্ম
স্ব, দ্য কনজ্যুরিং ইত্যাদি

ব্যক্তিগত জীবন সম্পাদনা

২০১৯ সালের ২২ জুনে জেমস ওয়ান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘোষণা করেন যে রোমানিয়ান-জার্মান অভিনেত্রী ইনগ্রিড বিসুর সাথে তিনি বাগদান করেছেন, এরপর ২০১৯ সালের নভেম্বর মাসেই তারা বিয়ে করেন।

ফিল্মোগ্রাফি সম্পাদনা

প্রযোজনা

  • অ্যানাবেল (২০১৪)
  • ডিমনিক
  • ইনসিডিয়াস: চ্যাপ্টার ৩ (২০১৫)
  • লাইটস আউট (২০১৬)
  • অ্যানাবেল ক্রিয়েশন (২০১৭)
  • ইনসিডিয়াস: দ্য লাস্ট কি (২০১৮)
  • দ্য কার্স অব লা লোরোনা (২০১৯)
  • মোর্টাল কম্ব্যাট (২০২১)
  • দেয়ার'জ সামওয়ান ইনসাইড ইয়োর হাউজ (২০২১)
  • সালেম'জ লট (২০২২)
  • এম৩গান (২০২৩)
  • দ্য লাস্ট ট্রেন টু নিউ ইয়র্ক (২০২৩)

সহায়ক প্রযোজনা

  • স্ব ২ (২০০৫)
  • স্ব ৩ (২০০৬)
  • স্ব ৪ (২০০৭)
  • স্ব ৫ (২০০৮)
  • স্ব ৬ (২০০৯)
  • স্ব ৩ডি (২০১০)
  • জিগস্ব (২০১৭)
  • স্পিরাল (২০২১)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Movie Reviews"The New York Times (ইংরেজি ভাষায়)। ২০২২-০৪-২৭। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৮ 

বহিঃসংযোগ সম্পাদনা

ইন্টারনেট মুভি ডাটাবেজজেমস ওয়ান