জেনেরিক ড্রাগ

(জেনেরিক থেকে পুনর্নির্দেশিত)

জেনেরিক ড্রাগস (সংক্ষেপে জেনেরিক), ঔষধের মূল নাম, যেটি নিশ্চিত করে এই ঔষধের তৈরি উপাদান কি। এটি বিশ্বব্যাপি একই হয়ে থাকে। কোম্পানিগতভাবে ব্র্যান্ড নাম বা মার্কা নাম ভিন্ন হলেও জেনেরিক নাম থেকে বোঝা যায় ঔষধটি কোন ধরনের, এর কার্যকর উপাদান ও কোন রোগের জন্য নির্দেশিত। এর ফলে কোন ঔষধকে বিশ্বব্যাপি চেনা যায়। ঔষধের ব্র্যান্ড নামের নিচে এটি উল্লেখ করা বাধ্যতামূলক। [১][২][৩]

জেনেরিক ড্রাগ সম্পর্কে গবেষণা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Generic Drugs", Center for Drug Evaluation and Research, U.S. Food and Drug Administration
  2. "www.medterms.com: definition of generic drug"। ১২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩ 
  3. http://www.genericmedicines.in/

বহিঃসংযোগ সম্পাদনা