জেড এইচ মিন্টু

বাংলাদেশী চিত্রগ্রাহক ও পরিচালক

জেড এইচ মিন্টু (১৯৫৬? – ১০ মার্চ ২০২৩) একজন বাংলাদেশী চিত্রগ্রাহক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন চিত্রগ্রাহক হিসেবে দেড় শতাধিক চলচ্চিত্রে ক্যামেরার পিছনে কাজ করেছেন। পেশাদার চিত্রগ্রাহকের পাশাপাশি তিনি চিত্রগ্রাহকদের সংগঠনের সাথেও জড়িত ছিলেন। কর্মজীবনের সেরা স্বীকৃতি হিসেবে পোস্টমাস্টার ৭১ চলচ্চিত্রের চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি দুটি ছায়াছবির প্রযোজনা ও একটি টেলিভিশন চলচ্চিত্রের নির্দেশনা দিয়েছেন।

জেড এইচ মিন্টু
জন্ম১৯৫৬
মৃত্যু১০ মার্চ, ২০২৩
ঢাকা
মৃত্যুর কারণমস্তিষ্কের টিউমার
সমাধিমানিকগঞ্জ
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাচিত্রগ্রাহক, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৮৬-২০২২
পরিচিতির কারণচলচ্চিত্রের চিত্রগ্রহণ ও নির্দেশনা
উল্লেখযোগ্য কর্ম
কেয়ামত থেকে কেয়ামত, শুভদা, চন্দ্রনাথ, হাঙর নদী গ্রেনেড
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৮)

কর্মজীবন

সম্পাদনা

জেড এইচ মিন্টু বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে একজন চিত্রগ্রাহক হিসেবে কর্মজীবন শুরু করেন সাধন রায়ের সহকারী হিসেবে। এরপর আব্দুল লতিফ বাচ্চু ও মাহফুজুর রহমান খানের দীর্ঘদিনের সহকারী হিসেবে ছিলেন তিনি।[] শুভদা, চন্দ্রনাথ, হাঙর নদী গ্রেনেড, চাঁদনী, আত্মঅহংকার, নিঝুম অরণ্য, কেয়ামত থেকে কেয়ামত সহ দেড় শতাধিক চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন।[][] একজন সংগঠক হিসেবে চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার সহসভাপতি ছিলেন। চিত্রগ্রহণে সেরা অবদান হিসেবে ২০১৮ সালে পোস্টমাস্টার ৭১-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[]

চিত্রগ্রাহক হিসেবে চলচ্চিত্রে বেশি অবদান রাখলেও মিন্টু চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন।[] রায়হান মুজিব পরিচালিত আত্ম অহংকার এবং আমজাদ হোসেন পরিচালিত আদরের সন্তান’ চলচ্চিত্র দুটির প্রযোজনা করেছিলেন।[] মিন্টু ২০১৬ সালে মৌসুমীরিয়াজকে নিয়ে মেঘের আড়ালে শিরোনামে একটি টেলিভিশন চলচ্চিত্র নির্মাণ করেন।[] তার পরিচালিত ক্ষমা নেই চলচ্চিত্রটি মৃত্যুর কারণে অসমাপ্ত থেকে যায়।[] পরবর্তীতে বদিউল আলম খোকনআসাদুজ্জামান মজনু তার ছবির কাজ শেষ করেছিলেন।[]

মৃত্যু

সম্পাদনা

মস্তিস্কের টিউমারের কারণে জেড এইচ মিন্টু ২০২৩ সালের ১০ মার্চ ঢাকায় ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে মানিকগঞ্জে সমাধিস্থ করা হয়।[]

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
২০১৯ ৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক পোস্টমাস্টার ৭১ বিজয়ী []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'হাঙর নদী গ্রেনেড'র চিত্রগ্রাহক জেডএইচ মিন্টু মারা গেছেন"আজকের পত্রিকা। ২০২৩-০৩-১০। সংগ্রহের তারিখ ২০২৪-১১-০৮ 
  2. "জেড এইচ মিন্টু আর নেই"মানবজমিন। ২০২৩-০৩-১০। সংগ্রহের তারিখ ২০২৪-১১-০৯ 
  3. "চলে গেলেন জেড এইচ মিন্টু"যায়যায়দিন। ২০২৩-০৩-১১। সংগ্রহের তারিখ ২০২৪-১১-০৯ 
  4. "'কেয়ামত থেকে কেয়ামত' ছবির চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু মারা গেছেন"কালের কণ্ঠ। ২০২৩-০৩-১১। সংগ্রহের তারিখ ২০২৪-১১-০৯ 
  5. "৫১-তে পা রাখলেন মৌসুমী"সময় টিভি। ২০২৪-১১-০৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১১ 
  6. "জেড এইচ মিন্টুর 'ক্ষমা নেই' সম্পন্ন করলেন খোকন"কালের কণ্ঠ। ২০২৩-০৮-০৩। ২০২৩-১১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-১১-০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা