গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প

বাংলাদেশের নদী
(জি-কে প্রকল্প থেকে পুনর্নির্দেশিত)

গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প বা জি-কে প্রকল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি সেচ প্রকল্প, যার আওয়ায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪ট জেলা রয়েছে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা এবং ঝিনাইদহ জেলা। এই চার জেলার ১৩টি উপজেলা যথা কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, ঝিনাইদহ সদর, হরিণাকুন্ড, শৈলকূপা, মাগুরা সদর, শ্রীপুর এবং দৌলতপুরে এই সেচ প্রকল্পের কার্যক্রম বিস্তৃত।

গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প
জি-কে প্রকল্প
অবস্থান
দেশবাংলাদেশ
স্থানকুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ জেলা
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানগঙ্গা
মোহনা 
 • অবস্থান
কপোতাক্ষ
দৈর্ঘ্য১৯৩ কিলোমিটার (১২০ মা)[১]
অববাহিকার বৈশিষ্ট্য
নদী ব্যবস্থাপাম্পিং

ইতিহাস সম্পাদনা

১৯৫১ সালে পরিচালিত প্রাথমিক জরিপের পর ১৯৫৪ সালে পাকিস্তান সরকার প্রস্তাবিত জি-কে প্রকল্প অনুমোদন করে। ১৯৫৪-৫৫ অর্থ বছরে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। ১৯৬২-৬৩ মৌসুমে প্রকল্পভুক্ত এলাকায় স্থানীয় কিছু উন্নত জাতের ধান চাষ করা হয়। ১৯৮৪ সালে পানি সরবরাহের পরিমাণ বৃদ্ধির জন্য ব্যাপক সংস্কার কাজ গৃহীত হয় এবং ১৯৯৩ সালে তা সমাপ্ত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জিকের দৈর্ঘ্য"। ১২ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা