জিয়াউল হাসান
জিয়াউল হাসান একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান ছিলেন।[১][২]
জিয়াউল হাসান, এনডিসি | |
---|---|
সিনিয়র সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৯ ফেব্রুয়ারি ২০২২ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
উত্তরসূরী | মোঃ আব্দুস সবুর মন্ডল, বিপিএএ |
সচিব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় | |
কাজের মেয়াদ ৯ জানুয়ারি ২০২০ – ৬ জুলাই ২০২১ | |
পূর্বসূরী | আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী |
উত্তরসূরী | মোস্তফা কামাল |
চেয়ারম্যান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান | |
কাজের মেয়াদ ৫ মার্চ ২০১৮ – ৮ জানুয়ারি ২০২০ | |
পূর্বসূরী | মুহাম্মদ দিলোয়ার বখত |
উত্তরসূরী | মিজানুর রহমান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | উলিপুর উপজেলা, কুড়িগ্রাম জেলা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
সন্তান | ৩ |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
পেশা | সিনিয়র সচিব, সরকারি কর্মকর্তা |
শিক্ষাজীবন
সম্পাদনাজিয়াউল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৬ সালে জাতীয় প্রতিরক্ষা কলেজ থেকে জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাজিয়াউল হাসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮ম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালে সহকারী কমিশনার পদে গোপালগঞ্জ কালেক্টরেটে যোগদান করেন। পরবর্তীকালে তিনি দেশের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এবং বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তপক্ষের মহাব্যবস্থাপক ছিলেন। তিনি ২০১৮ সালের ৫ মার্চ থেকে ২০২০ সালের ৮ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান এবং ২০২০ সালের ৯ জানুয়ারি থেকে ২০২১ সালের ৬ জুলাই পর্যন্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৬ জুলাই তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেন এবং ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দুই মন্ত্রণালয়ে নতুন সচিব, প্রধানমন্ত্রীর পিএস হলেন সালাহ উদ্দিন"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "জিয়াউল হাসান এনডিসি"। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩।